বীর সাভারকরের জন্ম বার্ষিকী পালন করল হিন্দু মহাসভা! উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধিও

বাংলা হান্ট ডেস্ক : আজ স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকারের জন্ম জয়ন্তী। সম্প্রতি দক্ষিণ কলকাতার মুক্তাঙ্গন রঙ্গালয়ে মহা সমারোহে বীর দামোদর সাভারকার জন্ম জয়ন্তী পালন করলো অখিল ভারত হিন্দু মহাসভা (Hindu Maha Sabha),পশ্চিমবঙ্গ শাখা (West Bengal Brunch)।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি জয়দীপ দত্ত,রাজ্য যুব নেতা তাপস কুন্ডু,রাজ্য যুবনেত্রী দামিনী তেওয়ারী,রাজ্য স্বনির্ভর গোষ্ঠী সভানেত্রী শর্মিষ্ঠা দাস প্রমুখ। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বামী সঙ্ঘাতমানন্দজী মহারাজ,অবসরপ্রাপ্ত বিচারক কৈলাস শর্মা প্রমুখ।মাল্যদান পর্বের পরে প্রত্যেক ব্যক্তি বীর সাভারকারের একাধারে কবি এবং বিপ্লবী জীবনের রংবেরঙের চিত্র তুলে ধরেন।

hindu mahasabha 2

সর্ব ভারতীয় হিন্দু মহাসভার সভাপতি জয়দীপ দত্ত সংবাদ মাধ্যমকে জানান, ‘আজ বীর স্বাধীনতা সংগ্রামী দামোদর সাভারকরের জন্মদিন। আমরা তাঁর জন্ম বার্ষিকী পালন করছি। ১৮৮৩ নাসিক মহারাষ্ট্রে তিনি জন্মেছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি একজন বিতর্কিত চরিত্র। তিনি দেশের জন্য তো বটেই হিন্দুদের জন্যও নিজের জীবন উৎসর্গ করেছেন।’ এদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা অখিল ভারত হিন্দু মহাসভায় যোগদান করে অনুষ্ঠানটিকে এক অন্য মাত্রা প্রদান করেন।

প্রসঙ্গত, গত বছর দুর্গাপুজোতে দক্ষিণ কলকাতার রুবি পার্কের অখিল ভারতীয় হিন্দু মহাসভার দুর্গাপুজোকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধে। রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে উঠে আসে সমালোচনার ঝড়। এই দুর্গাপুজোয় মহাত্মা গান্ধীর আদলে রূপ দেওয়া হয় মহিষাসুরকে। আর তাতেই সৃষ্টি হয় চূড়ান্ত বিতর্ক।

Sudipto

সম্পর্কিত খবর