বাংলা হান্ট ডেস্ক: হিন্দু মহাসভার আলীগড় শাখা হিন্দু নববর্ষের (Hindu New Year Calendar) ক্যালেন্ডার প্রকাশ করেছে। নতুন বছরের এই ক্যালেন্ডারে তাজমহলসহ কয়েকটি মসজিদ ও মুঘল আমলের স্মৃতিস্তম্ভকে মন্দির হিসেবে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি, ক্যালেন্ডারটিতে মুসলমানদের সবচেয়ে বড় তীর্থস্থান মক্কাকে, মক্কেশ্বর মহাদেব মন্দির বলে অভিহিত করা হয়েছে। এর সাথে সেখানে যে একসময়ে শিব মন্দির ছিল সেই বার্তাটিও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে সেই কারণে শিবলিঙ্গ এখনও খণ্ডিত অবস্থায় রয়েছে।
অন্যান্য জায়গার নামও পরিবর্তিত হয়েছে:
নতুন ক্যালেন্ডারে অযোধ্যায় ভেঙে পড়া বাবরি মসজিদকে ভগবান শ্রী রামের জন্মস্থান হিসেবে দেখানো হয়েছে। বলা হয়েছে যে, এখানে পাওয়া রাম মন্দিরের ধ্বংসাবশেষ প্রমাণ করে যে এক সময় সেখানে একটি বিশাল মন্দির ছিল।
শুধু তাই নয়, ক্যালেন্ডারে কুতুব মিনারকে বিষ্ণু স্তম্ভ হিসেবে বর্ণনা করা হয়েছে। এছাড়াও, তাজমহলকে তেজো মহালয়া শিব মন্দির, মধ্যপ্রদেশের কমল মৌলা মসজিদকে ভোজশালা এবং কাশীর জ্ঞানবাপী মসজিদকে বিশ্বনাথ মন্দির হিসেবে বর্ণনা করা হয়েছে।
ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি:
এই ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত মহামণ্ডলেশ্বর ডাঃ অন্নপূর্ণা ভারতী এটিকে একটি প্রশংসনীয় উদ্যোগ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, হিন্দু মহাসভার জাতীয় সম্পাদক পূজা শকুন পান্ডে বলছেন, ভারতকে হিন্দু জাতি হিসেবে ঘোষণা করার জন্য এই ক্যালেন্ডার জারি করা হয়েছে। তিনি আরও জানান “বিদেশি হানাদাররা দেশের হিন্দু ধর্মীয় স্থান লুট করেছে এবং ধর্মীয় স্থানগুলোর নাম পরিবর্তন করে মসজিদ করেছে। এখন হিন্দুদের ধর্মীয় স্থানগুলো তাদের ফিরিয়ে দেওয়া উচিত।”