রামভক্ত গোপাল ! প্রকৃত দেশপ্রেমী, জামিয়ায় হামলাকারীকে সম্মানিত করবে হিন্দু মহাসভা ..

জামিয়ায় পড়ুয়াদের ওপর হত্যা চালানো নিয়ে বেশ কয়েকদিন ধরে অনেককিছু চলছে। আর এর মধ্যে এই হামলাকারিদের সম্মানিত করবে হিন্দু মহাসভা। আর তাদের এই বিশেষ সম্মান দেওয়ার পাশাপাশি হামলাকারি নাবালকের সমস্ত আইনি খরচ জোগাবে হিন্দু মহাসভা।

হিন্দু মহাসভার তরফে সংগঠনের মুখপাত্র অশোক পাণ্ডে বলছেন, “ও একটা প্রকৃত দেশপ্রমী। ঠিক নাথুরাম গডসের মতো। আমরা ওকে নিয়ে গর্বিত। ও দেশবিরোধীদের থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে।শারজিল ইমাম, বা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, কিংবা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় বা জামিয়ার ক্যাম্পাসে যাঁরা দেশবিরোধী কার্যকলাপ চালায়, তাঁদের এভাবেই শাস্তি দেওয়া উচিত। ওঁরা গুলি খেয়ে মরারই যোগ্য” ।

kk 0

 

 

 

এখানেই ইতি নয়, অভিজুক্ত ওই নাবালককে মুক্তি দিতে আইনি রাস্তা নেওয়া হবে আর আর আইনি সহায়তা  করবে সংগঠন । এমনকি গান্ধী হত্যাকারি নাথুরাম গডসের সঙ্গেও জামিয়ার হামলাকারির তুলনা করা হয়। আর এই তুলনার পেছনে আছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন।  বৃহস্পতিবার রাজধানীর রাস্তায় পুলিশের সামনেই সিএএ বিরোধী পড়ুয়াদের উপর বন্দুক হাতে হামলা চালায় এক নাবালক। সেই নিয়ে শুরু হয় তোলপাড়, কিন্তু এই নিয়ে তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে শুরু হয় একাধিক কথা। সোশ্যাল মিডিয়াতে এখনো সেই নিয়ে চলছে তড়জা।

সব মিলিয়ে এখন বোঝা যাচ্ছে কি রকম মোড় নিতে চলেছে এই দিক। আর তার পাশাপাশি সব মিলিয়ে চলছে একাধিক তড়জা। আর ওই  নাবালক নিজেকে রামভক্ত বলে পরিচয় দেয়াতে সেই নিয়েও চলে নানা কথা।  আবার বিরোধীরা এই হামলার জন্য পরোক্ষেভাবে  বিজেপিকেই দায়ী করছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইতিমধ্যেই প্রশ্ন তুলে দিয়েছেন, ওই হামলাকারীকে টাকা কে দিল? আরেক কংগ্রেস নেতা শশী থারুরের বক্তব্য, বিজেপি নেতাদের উসকানিমূলক ভাষণের জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে। সব নিয়ে আবার একবার সরগরম হয়ে উঠেছে ভারতের রাজনীতি, কিন্তু তার প্রভাব যে কতটা খারাপভাবে পড়ছে সে নতুন করে আর বলার অপেক্ষা রাখেনা।


সম্পর্কিত খবর