শিবমন্দিরে হিন্দুদের স্বাগত জানাল মুসলিমরা! কোথায় ঘটল এমন ঘটনা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রদায়িক অশান্তিতে যখন অতিষ্ট, যারপরনাই বিরক্ত গোটা দেশের মানুষ সেই সময় একঝলক সম্প্রীতির ছোঁয়া মিলল। কানপুরের একদল মুসলিম মানুষ আবারও প্রমাণ করলেন, মানব ধর্মই প্রকৃত ধর্ম।

মানুষ বিচার্য হয় মনুষ্যত্বের জ্ঞানে। এখানে এমনই এক মনুষ্যত্বের পরিচয় দিল একদল মুসলিম সম্প্রদায়।শ্রাবণ মাসের প্রথম সোমবার হিন্দুদের জন্য খুবই পবিত্র দিন। দলে দলে ভক্তরা শিব মন্দিরে পুজো দিতে আসেন। কানপুরের সিদ্ধান্ত ঘাটের নিকটস্থ শিব মন্দিরেও দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসে ভিড় করেন। এবার সেরকমই পুজো দিতে এসে ভক্তরা অবাক। একদল মুসলিম মানুষ, ফল, দুধ, ফলের রস এবং জল সহযোগে তাঁদের স্বাগত জানাচ্ছেন নজরে এলে।

জানা গেছে, কানপুরের সমাজ সমিতি নামক এক সংস্থার কর্মীরাই এই সম্প্রীতির পদক্ষেপ নিয়েছেন।উৎসব যে ধর্মেরই হোক না কেন,তা বিচার্য মানবিকতার টানে,সৌভাতৃত্বের বন্ধনে।এই সংস্থা গঙ্গা-যমুনা নদীর রক্ষণাবেক্ষণে কাজ করে। এই দলের পরিচালন সমিতির সদস্যরাই হিন্দু ভক্তদের দুধ, ফল দিয়ে স্বাগত জানিয়েছেন।

X