চলবে না ‘প্রেম দিবসে’র নামে অসভ্যতামো! কুকুরের বিয়ে দিয়ে প্রতিবাদ হিন্দুত্ববাদী সংগঠনের

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় সংস্কৃতির সাথে একেবারেই যায় না ভ্যালেন্টাইন ডের (Valentine’s Day) ‘কালচার’। অন্তত এমনটাই মনে করে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। প্রত্যেক বছরই প্রেম দিবসের মরশুমে ভ্যালেন্টাইন্স ডের অপ্রাসঙ্গিকতার কথা তুলে ধরে তাদের নানা জায়গায় বিক্ষোভ করতে দেখা যায় না। এবারেও ঠিক একই ছবি দেখা গেল তামিলনাড়ুতে (Tamil Nadu)।

প্রেম দিবস উদ্‌যাপনকে কটাক্ষ করতে ‘হিন্দু মুন্নানি’র তরফে দু’টি কুকুরের বিয়ের আয়োজন করা হয়। জানা যায়, সোমবার তামিলনাড়ুর শিবগঙ্গায় হিন্দু মুন্নানী কর্মীরা কাপড় ও মালা এনে দুটি পথকুকুরকে পড়িয়ে দেয়। শুধু তাই নয়, প্রতীকীভাবে বর-কনের মতো তাদের গাঁটছড়াও বাঁধা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বছরগুলিতেও প্রেম দিবসের বিরোধিতা করে বিভিন্ন উপায়ে বিক্ষোভ দেখিয়েছে এই সংগঠন। ‘হিন্দু মুন্নানি’র সদস্যদের দাবি, প্রেম দিবস উদ্‌যাপন ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। প্রেম দিবসে প্রেমিক-প্রেমিকারা জনসমক্ষে ‘নোংরামি’ করে এবং এর বিরোধিতা করতেই তাঁরা এই অভিনব পদ্ধতিতে প্রতিবাদ করছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি বছরেই ১৪ ফেব্রুয়ারি প্রেমের দিন হিসেবেই পালিত হয়। কিন্তু অভিযোগ,দিনটি পালনের বিরোধিতা করে আসছে কিছু সংগঠন। কখনও পার্কে গিয়ে যুগলকে হেনস্থা কখনও যুগলদের মারধরের অভিযোগও উঠেছে বারবার। এবার কুকুরের বিয়ে দিয়ে দিনটি পালনের বিরুদ্ধে প্রতিবাদ জানালো ওই হিন্দুত্ববাদী সংগঠন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর