নয়া নজির মুসলিমদের সঙ্গে রোজা করছেন ১৫০ হিন্দু

Published On:

বাংলা হান্ট ডেস্ক:নয়া নজির তৈরি করল নয়াদিল্লির তিহার সংশোধনাগার। কারাগারে বন্দি মুসলিমদের সঙ্গে রোজা রাখছেন অন্তত দেড়শ জন হিন্দু বন্দি।রমজান মাসের শুরুতে ওই সংশোধনাগারে থাকা হিন্দু বন্ধুরা জেল সুপার দের জানিয়ে দেন তারাও সংশোধনাগারে থাকা মুসলিম বন্ধুদের সঙ্গে রোজা রাখবেন।

রমজান মাসে নগরের বন্ধুদের জন্য বিশেষ আয়োজন করা হয় যখন জেলের ক্যান্টিন থেকে সস্তায় কিনতে পাওয়া যায় খেজুর এবং শরবত।

তিহার জেল এর অফিসের অবশ্য বলেন, হিন্দু বন্দীরা কেউ কেউ তাদের মুসলিম বন্দীদের সাথে বন্ধুত্বের খাতিরে রোজা রাখেন আবার কেউ বিশ্বাস করেন এরকম ব্রত পালন করলে ঈশ্বর তাদের সাজা লাভ করে দেবেন।

অফিস আরও বলেন শুধু রোজা নয়। একইভাবে নবরাত্রির সময় মুসলিম বন্দীরা দেবীর উদ্দেশ্যে উপবাস রাখেন।

X