‘ওদের কাজ দেবেন না!” প্রকাশ্য সভায় মুসলিমদের বয়কটের ডাক বিজেপি সাংসদের! তুঙ্গে বিতর্ক

বাংলাহান্ট ডেস্ক : বিশেষ একটি সম্প্রদায়কে ‘বয়কট’ করার ডাক দিলেন বিজেপি সাংসদ (BJP MP) পরবেশ সাহিব সিং বর্মা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তিনি কোনও সম্প্রদায়ের নাম অবশ্য নেননি। তবে ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন যে তিনি মুসলিমদের বিষয়েই কথা বলছিলেন।

দিল্লির দিলশাদ গার্ডেনে বিশ্ব হিন্দু পরিষদের (Vishwa Hindu Parishad) একটি জনসভায় বক্তৃতা রাখার সময় পরবেশ বর্মা বলেন, ‘ওদের কোনও কাজ দেবেন না। ওদের থেকে কিছু কিনবেন না। তাহলেই সব সোজা পথে চলবে।’

এই দিলশাদ গার্ডেনের পাশেই মণীশ নামের এক যুবককে সম্প্রতি খুন করা হয়। এই খুনের ঘটনায় অভিযুক্ত তিন জনই মুসলিম যুবক। এই পরিস্থিতিতে ‘জন আক্রোশ’ সভা অনুষ্ঠিত করে বিশ্ব হিন্দু পরিষদ। এই সভায় উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতা। সেখানেই পরবেশকে বলতে শোনা যায়, ‘তাদের স্টল থেকে সবজি কেনার দরকার নেই। তাদের মাংসের দোকান আছে। লাইসেন্স ছাড়া যেসব মাংসের দোকান চলছে সেগুলো বন্ধ করতে হবে। আপনি যদি তাদের সোজা করতে চান তবে একমাত্র সমাধান হল সম্পূর্ণ বয়কট করা। আপনারা কি আমার সঙ্গে একমত? যদি রাজি থাকেন তাহলে হাত তুলুন। আমার সাথে বলুন, আমরা তাদের বয়কট করব। ‘আমরা তাদের দোকান থেকে কিছু কিনব না, আমরা তাদের কাজে নিয়োগ করব না।’ এরপর এই সভাতে দাঁড়িয়েই উত্তরপ্রদেশের বিজেপি নেতা মালা নন্দ কিশোর গুর্জার বলেন, ‘আমাদের সুন্দর শহরটা আস্তে আস্তে শুয়োরদের হয়ে যাচ্ছে।’

মুসলিমদের আর্থিক ভাবে বয়কট করার জন্য উস্কানি দেওয়ায় বিজেপি সাংসদের তীব্র নিন্দা করেছে কংগ্রেস। কংগ্রেসের মুখপাত্র ডঃ শামা মোহাম্মদ টুইট করে লেখেন, ‘বিজেপি সাংসদ পরবেশ বর্মা দিল্লির জনগণকে মুসলমানদের আর্থিক ভাবে বয়কট করার নির্দেশ দিয়েছেন। সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর জন্য এই ব্যক্তির বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নেবে দিল্লি পুলিশ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কি এই ভাষণকে প্রশ্রয় দেবেন? এটাই কি সবকা সাথ সবকা বিকাশ! নরেন্দ্র মোদি এর জবাব দিন।’ তবে বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর