বাবর রোডের নেমপ্লেটে কালি লেপে দিল হিন্দু সেনারা

Published On:

আবারও ধর্মের ভেদাভেদ জাতের ভেদাভেদ দেখা দিলেও ভারতের রাজধানীতে৷ এবার রাস্তার নাম বদলের দাবিতে সক্রিয় হলেও হিন্দু সেনারা৷ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের নামে তৈরি রাস্তার নেমপ্লেটে কালি লেপে রাস্তার নাম বদলের জন্য দাবি জানালে হিন্দু সেনা কর্মীরা৷ দিল্লির বাঙালি বাজার এলাকার কনট প্রেস ওই রোডের নাম হয়েছিল মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের নামেই৷

কিন্তু হিন্দু সেনাদের দাবি তাঁর বদলে কোনও ভারতীয় স্বনামধন্য ব্যক্তির নাম রাখা হোক আর সেই দাবিতে সরব হয়েছে হিন্দু সেনারা৷ বাবরকে বিদেশি আক্রমণকারী বলে সম্বোধন করে ওই হিন্দু সেনারা বলেন আমরা চাই একজন বিদেশি হানাদারের বদলে কোনও ভারতীয় মহাপুরুষের নামে এই রাস্তার নামকরণ করুক সরকার তাই দিল্লি পুরসভার বসানো ওই সাইন বোর্ডে কালি লেপে দিয়েছি আমরা৷ ওই সাইনবোর্ডে হিন্দি ইংরেজি উর্দু ভাষায় বাবরের নাম লেখা ছিল তা হিন্দু সেনারা কালি দিয়ে লেপে দিয়েছেন৷

জানা গিয়েছে দক্ষিণপন্থী সংগঠন হিন্দু সেনার এক দল কর্মী এই কাজ করেছে৷ উল্লেখ্য এই প্রথমবার নয় এর আগেও দিল্লির আকবর রোডের নাম বদল করে রাখা হয়েছে মহারাজা প্রতাপ রোড৷একই সঙ্গে ও রং জীব রোডের নাম বদল করে রাখা হয়েছে ডক্টর এপিজে আবদুল কালাম রোড৷

X