বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানে (Pakistan) হিন্দু (Hindu) আর হিন্দুদের মন্দিরের উপর হওয়া হামলার ঘটনা থামার নামই নিচ্ছে না। সম্প্রতি ঘটনা সিন্ধ প্রান্তের খিপ্রোতে (Khipro) ঘটে গেল। সেখানে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর (birthday of Lord Krishna) দিনে কট্টরপন্থীরা মন্দিরে হামলা করে ভগবান শ্রী কৃষ্ণের মূর্তি ভেঙে দেয়। শোনা যাচ্ছে যে, যেখানে এই ঘটনা ঘটেছে, সেই খিপ্রো এলাকা ধর্মান্তকরণের জন্য কুখ্যাত।
রিপোর্ট অনুযায়ী, সোমবার পাকিস্তানে হিন্দুরা জন্মাষ্টমী পালন করছিল। আর হিন্দুরা তাঁদের ধর্ম পালন করায় কট্টরপন্থীরা চটে যায়। এরপর কট্টরপন্থীদের ভিড় পুজো স্থলে হামলা চালায়, হিন্দুদের মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর তাঁরা শ্রী কৃষ্ণের মূর্তি ভেঙে ফেলে।
পাকিস্তানি আইনজীবী রাহত অস্টিন টুইট করে লিখেছেন, ‘সিন্ধের খিপ্রো প্রান্তে একটি হিন্দু মন্দিরে হামলা চালানো হয়েছে। সেখানে হিন্দুদের আরাধ্য দেবতার অপমান করা হয়েছে। হিন্দুরা জন্মাষ্টমী পালন করছিল বলেই এই হামলা চালানো হয়েছে। পাকিস্তানে ইসলাম অবমাননার জেরে গণপিটুনি আর মৃত্যুর সাজা হয়। কিন্তু অমুসলিমদের উপর হামলা, মন্দিরে ভাঙচুর এবং মূর্তি ভেঙে ফেললে কোনও সাজা হয় না।”
https://twitter.com/johnaustin47/status/1432300643163656206
রাহত অস্টিন ছাড়াও সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা আরও অনেকে পোস্ট করেছেন। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, কীভাবে কট্টরপন্থীরা জন্মাষ্টমীর দিনে মন্দিরে হামলা চালিয়ে হিন্দুদের উৎসব বানচাল করে দেয় এবং মূর্তি ভেঙে দেয়। এই ঘটনা আবারও প্রমাণ করল যে, ইসলামিক পাকিস্তানে সংখ্যালঘুদের জীবন আর ধর্মের কোনও গুরুত্ব নেই।
In Khipro, some vandalized morti on #Janamashtami — Will culprits be punished? pic.twitter.com/gqB5iaH13Q
— Veengas (@VeengasJ) August 30, 2021
উল্লেখ্য, দিন কয়েক আগে পাকিস্তানে একটি গণেশ মন্দিরে হামলা চালিয়েছিল। সেখানে মন্দিরে ঢুকে কট্টরপন্থীরা মন্দির ভাঙচুর করে এবং মূর্তিও ভেঙে দেয়। যদিও, পাকিস্তান সরকার এই ঘটনার পরিপেক্ষিতে কয়েকজনকে গ্রেফতার করার দাবি করেছে। পাশাপাশি সরকারের তরফ থেকে মন্দিরটি সাজিয়ে গুছিয়ে আবার হিন্দুদের হাতে তুলে দেওয়া হয়।