বাংলা হান্ট ডেস্ক: উদ্বোধনের পর জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার এক মাসের মধ্যে আবুধাবিতে (Abu Dhabi) নির্মিত প্রথম হিন্দু মন্দিরে সাড়ে তিন লক্ষেরও বেশি ভক্ত এসেছেন। ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারিতে এই মন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিকে, এই সুবিশাল মন্দিরটি গত ১ মার্চ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল।
এমতাবস্থায়, মন্দিরের একজন মুখপাত্র PTI-কে জানিয়েছেন যে, “প্রথম মাসে প্রায় ৩,৫০,০০০ ভক্ত এবং দর্শনার্থী এসেছিলেন। যাঁদের মধ্যে ৫০,০০০ জন প্রতি সপ্তাহান্তে (শনিবার-রবিবার) এসেছিলেন।” তিনি আরও বলেন, “এটি মাথায় রাখতে হবে যে, মন্দিরটিতে প্রার্থনা হয় এবং সোমবার এটি দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে। যার অর্থ হল মার্চ মাসে ৩১ দিনের মধ্যে ২৭ দিনের জন্য মন্দিরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ছিল।”
তিনি আরও বলেন, “মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত প্রতি সন্ধ্যায় স্বামীনারায়ণ ঘাটের তীরে সন্ধ্যে সাড়ে ৭ টায় গঙ্গা আরতি করা হয়। যা ভারত থেকে আনা গঙ্গা ও যমুনার পবিত্র জল ব্যবহার করে তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: পাত্তা পাবে না তেলের ভাণ্ডার! এতদিনে আসল “গুপ্তধন” খুঁজে পেল সৌদি আরব, যুবরাজের সৌজন্যে গড়ল নজির
১৪ ফেব্রুয়ারি হয় উদ্বোধন: জানিয়ে রাখি যে, গত ১৪ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে ৫,০০০ জনেরও বেশি মানুষের উপস্থিতিতে এই বিশাল মন্দিরটি উদ্বোধন করা হয়। প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে দুবাই-আবুধাবি শেখ জায়েদ হাইওয়ের আল রাহবার কাছে আবু মুরেখায় ২৭ একর জমিতে BAPS স্বামীনারায়ণ সংস্থা দ্বারা মন্দিরটি নির্মিত হয়েছে। রাজস্থান থেকে আনা ১৮ লক্ষ ইট এবং ১.৮ লক্ষ ঘনমিটার বেলেপাথর দিয়ে মন্দিরটি নির্মিত। পাশাপাশি, এটি আবুধাবির প্রথম হিন্দু মন্দির যেটি অযোধ্যার রাম মন্দিরের মতো স্থাপত্যের সাথে তৈরি হয়েছে।
আরও পড়ুন: ৩ বার বিয়ে করেও “ফুল মুডে” শোয়েব! এবার অন্য অভিনেত্রীকে পাঠাচ্ছেন প্রেমের মেসেজ
বৃহত্তম মন্দির: BAPS হিন্দু মন্দির সমগ্র উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম মন্দির হিসেবে বিবেচিত হয়। সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইতে আরও ৩ টি হিন্দু মন্দির রয়েছে। মন্দিরের মুখপাত্র জানিয়েছেন, “যেহেতু মন্দিরটি কিছুটা উপকণ্ঠে এবং মরুভূমির মাঝখানে, তাই দর্শনার্থীদের সহজে মন্দিরে পৌঁছনোর সুবিধার্থে সপ্তাহান্তে শহর থেকে পাবলিক বাস পরিষেবা শুরু করা হয়েছে।” জানিয়ে রাখি যে, ২০১৫ সালে প্রধানমন্ত্রী মোদীর এই উপসাগরীয় দেশটিতে দুই দিনের সফরের সময়ে, সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে একটি মন্দির নির্মাণের জন্য জমি বরাদ্দ করা হয়। এই সফরের যথেষ্ট কূটনৈতিক তাৎপর্য ছিল। কারণ ইন্দিরা গান্ধীর পর মোদীই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ৩৪ বছর পরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই উপসাগরীয় দেশে সফর করেন।