বাংলা হান্ট ডেস্ক: ধর্ম যখন কোন রাষ্ট্রের গলা টিপে ধরে তখন সেই রাস্তা থেকে বেরোতে পারে না। কিন্তু ভারত সর্বধর্ম সমন্বয়ের দেশ। কিন্তু পাকিস্তান একটি বিপরীত মেরুতে থাকা এমন একটি দেশ যেখানে অন্য ধর্মের সহিষ্ণু তাকে গ্রাহ্য করা হয় না বললেই চলে।
কিছুদিন আগেই হয়ে গেল অযোধ্যা মামলার রায়। কয়েক শতক ধরে ভারতের রাজনীতিতে একটা দলামোচড়া হয়ে পড়েছিল। কখনো সুপ্রিমকোর্টে তো কখনো বাইরে মীমাংসা। একাধিক পাইপ লাইনের মধ্য দিয়ে গেছে অযোধ্যা মামলার রায়। ঘোষণার আগের মুহূর্ত কিন্তু মোদি সরকারের জমানায় বের হয়। এই রায় কিন্তু দেখা গেছে সুপ্রিম কোর্টে হিন্দু-মুসলিম উভয় পক্ষের মধ্যে সমতা রেখেছে।এবং সে অনুযায়ী কাজ শুরু হয়ে গেছে। ভারতে যখন সেই মন্দির মসজিদ নিয়ে কোনো গন্ডগোল কোন ধর্মের মধ্যে নেই। সেখানে পাকিস্তানের এরকম ঘটনা সত্যি লজ্জাজনক গোটা বিশ্বের কাছে।
করাচির সমুদ্রসৈকতে অবস্থিত মন্দির বরুন দেবের। প্রায় এক হাজার বছরের পুরনো। কিন্তু সমুদ্রসৈকতে বর্তমানে কোন ব্যবহারযোগ্য টয়লেট না থাকায় সেই মন্দিরটি ব্যবহৃত হচ্ছে টয়লেট হিসেবে। হিন্দু জমিদার ভজ মাল ভাটিয়া বহু পুরনো এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। পাশে তার বাড়ি উঠেছিল। এবং এই মনোরম দ্বীপ তিনি ক্রয় করেছিলেন। এর ইতিহাস আরও পুরনো তবে এর সাথে আধ্যাত্মিকতা এবং আত্মার সম্পর্ক জড়িয়ে আছে হিন্দুদের।। তা অনেক প্রত্নতাত্ত্বিক হওয়ার দরকার নেই। সাধারণ মানুষও বিষয়টি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল।