নূপুর শর্মাকে নিয়ে ভারতকে পরামর্শ দিচ্ছিল পাকিস্তান, এরই মধ্যে করাচিতে হিন্দু মন্দিরে হামলা

বাংলাহান্ট ডেস্ক : বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার মহম্মদ বিরোধী বিতর্কিত বক্তব্যকে ঘিরে ধর্মীয় ও রাজনৈতিক চাপান-উতর চলছেই। আন্তর্জাতিক স্তরেও প্রভাব বিস্তার করেছ এই বিতর্ক। এরই মধ্যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় পণ্য বয়কটের ডাকও দিয়ে দিয়েছেন। তবে এবার পাকিস্তানে যা হলো সেটা সবকিছুকেই ছাপিয়ে গেল যেন। নূপুর শর্মাকে শিক্ষা দিতে করাচির এক হিন্দু মন্দিরের বিগ্রহকে ভেঙে ফেলল একদল দুষ্কৃতি।

পাকিস্তান পুলিশ নিজেই এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে। পাকিস্তান পুলিশের এক আধিকারিক বলেন সংখ্যালঘু হিন্দুদের মন্দিরে আক্রমণ করার ঘটনা একাবারেই সম্প্রতি ঘটেছে। জানা যাচ্ছে, করাচীর কারেঙ্গী এলাকায় অবস্থিত শ্রী মারী মাতা মন্দিরে গত বুধবার একদল দুষ্কৃতি ভাঙচুর চালায়।

এই পুরো ঘটনায় করাচীর হিন্দু সম্প্রদায়ের মানুষজন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষত করেঙ্গি এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। করেঙ্গী থানার আধিকারিক ফারুখ সাংজরানী বলেন, পাঁচ থেকে ছয় জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ মন্দিরে ঢুকে পড়ে। বেশ কিছুটা সময় ভাঙচুর চালিয়ে গা ঢাকা দেয় তারা। এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Untitled design 2022 06 09T162056.623

প্রসঙ্গত, পাকিস্তানে হিন্দু মন্দির ভাঙা এই প্রথম নয়। গত অক্টোবরেই সিন্ধু নদের তীরে অবস্থিত এক ঐতিহাসিক মন্দিরে ভাঙচুর চালায় দুষ্কৃতিরা। কোটরী থানায় মামলাও দায়ের করা হয়। কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। পরিসংখ্যান অনুসারে পাকিস্তানে ৭৫ লক্ষ্য হিন্দু বাস করেন। এর মধ্যে অধিকাংশ হিন্দুই সিন্ধ অঞ্চলে বসবাস করেন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর