হিন্দুদের শক্তিশালী এবং সংগঠিত হয়ে সকল সমস্যার সমাধান করা দরকারঃ মোহন ভাগবত

বাংলাহান্ট ডেস্কঃ বিজয়াদশমী এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (rss) ৯৬ তম প্রতিষ্ঠা দিবসে গর্জে উঠলেন সংঘ প্রধান মোহন ভাগবত (mohan bhagwat)। তিনি বললেন, ‘নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি হয়েছে দেশে। কিছু মৌলবাদী মানুষ দেশভাগের জন্য জোর চেষ্টা করছে। সেই কারণে সকল হিন্দুদের এক হতে হবে’। সেইসঙ্গে তিনি বলেন, সীমান্তে বাড়ছে অনুপ্রবেশের সংখ্যা, ভারসাম্যহীনতা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে।

সংঘ প্রধান বলেন, ‘আজকের দিনে হিন্দু মন্দিরের জমি দখল করার চেষ্টা করা হচ্ছে। সেই কারণে হিন্দুদের এক হয়ে মন্দিরগুলির পরিচালনা করা ভক্তদের হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। আর সেই সম্পত্তি শুধুমাত্র হিন্দুদের প্রয়োজনে ব্যবহার করা উচিৎ। দুর্বল না হয়ে, সাহসে ভর করে এগিয়ে যেতে হবে। সত্য এবং শান্তির কথা শুনে, সংগঠিত সমাজের কথাই শোনে গোটা দুনিয়া’।

তিনি আরও বলেন, ‘ভয়হীন হিন্দু সমাজ গড়তে হবে। সচেতন, সংগঠিত, শক্তিশালী এবং সক্রিয় সমাজই সমস্ত সমস্যার সমাধান করবে’। এর পাশাপাশি তিনি ড্রাগ এবং ওটিটি প্ল্যাটফর্মের বিষয়েও সরকারকে কিছু পরামর্শ দেন।

অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে জনসংখ্যার ভারসাম্য নষ্ট বলে অভিযোগ করে তিনি বলেন, ‘বিশেষত সীমান্তবর্তী স্থানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে জনসংখ্যার ভারসাম্য নষ্ট হচ্ছে। সেই কারণে জনসংখ্যা নীতি বিবেচনা করা প্রয়োজন। ১৯৫১ থেকে ২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হারের বিরাট পার্থক্য থাকার কারণে ভারতে উৎপত্তি হওয়া সম্প্রদায়ের অনুগামীদের সংখ্যার অনুপাত ৮৮ থেকে ৮৩.৮ হয়ে দাঁড়িয়েছে।
এই সময় মুসলিমদের অনুপ্রবেশের পরিমাণ ৯.৮ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪.২৩। তাই এই অনুপ্রবেশ সম্পূর্ণ রূপে বন্ধ করা উচিৎ। সরকারের উচিৎ জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চালু করা, তাও সকলের জন্যই’।

মাদক ইস্যুতে তিনি বলেন, ‘নতুন প্রজন্মের মধ্যে মাদক সেবনের একটা গভীর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। চলছে দেশে নৈরাজ্য ছড়ানোর চেষ্টা। তাই দেশকে মাদক মুক্ত করতে হবে’।

ওটিটি বিষয়ে সরকারকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘বর্তমান সময়ে করোনা আবহে অনলাইনে শিক্ষার জন্য প্রায় সকলের হাতেই মোবাইল রয়েছে। রয়েছে শিশুদের হাতেও। তাই ওটিটি প্ল্যাটফর্মের উপর নিয়ন্ত্রণ আনা প্রয়োজন’।

দেশের সকলকে এক হয়ে নৈরাজ্যের পরিবেশ তৈরি হওয়া থেকে রক্ষা করার পাশাপাশি, নিজেদের মধ্যে লড়াই থেকে দূরে থাকা সব বিষয়েই মতামত ব্যক্ত করেছেন তিনি। সেইসঙ্গে করোনা আবহে সকলকে সুস্থ থাকার বার্তাও দেন তিনি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর