বাংলাহান্ট ডেস্কঃ হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের (HAL) হেলিকপ্টার বিভাগের মোট 12 টি পদে শূন্যপদে নিয়োগ করা হবে। এর আওতায় ডিপ্লোমা টেকনিশিয়ানদের পদ পূরণ করা হবে। চার বছরের চুক্তিতে করা হবে নিয়োগ। প্রার্থীদের করতে হবে অনলাইনে আবেদন ((www.hal-india.co.in) । আবেদনের শেষ দিন ২২ শে মার্চ ২০২০।
ডিপ্লোমা টেকনিশিয়ান, মোট পোস্ট: 12
মেক্যানিকাল, পোস্ট: 07
যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিকাল / প্রোডাকশন / অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অর্জন করা উচিত ছিল।
ইলেকট্রিকাল, পোস্ট: 03
যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে বৈদ্যুতিক / বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা
ইলেকট্রনিক্স, পোস্ট: 02
যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক্স / বৈদ্যুতিন ও ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স এবং যোগাযোগ / অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।
শিক্ষাগত যোগ্যতাঃ 60% নম্বর বাধ্যতামূলক। (এসসি / এসটি প্রার্থীদের কমপক্ষে ৫০ শতাংশ নম্বর), সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বা তার বেশি বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: 2020 সালের 01 জানুয়ারির হিসাবে সর্বোচ্চ 28 বছর (এসসি / এসটি পরীক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ছাড় পাঁচ বছর এবং ওবিসি আবেদনকারীদের জন্য তিন বছর , প্রতিবন্ধী প্রার্থীদের দশ বছর )
বেতন: 45,100 টাকা।
নির্বাচন প্রক্রিয়াঃ লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।