বাংলা হান্ট ডেস্কঃ বিহার বিধানসভা নির্বাচনের আগে আগামীকাল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝির (Jitan Ram Manjhi) দল হিন্দুস্তানি আওয়াম মোর্চা (Hindustani Awam Morcha-HAM) NDA তে যুক্ত হতে চলেছে। HAM গত মাসেই মহাজোট থেকে আলাদা হয়ে গিয়েছিল। আরজেডির নেতৃত্বাধীন মহাজোটে বারবার উপেক্ষিত হওয়ার ফলে ২২ আগস্ট মহাজোটের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন জিতেন রাম মাঝি। এরপর ২৭ আগস্ট জিতেন রাম মাঝি বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের সাথে সাক্ষাৎ করেছিলেন।
Hindustani Awam Morcha (HAM) to join NDA tomorrow, in Bihar. https://t.co/cKojAZxQsh
— ANI (@ANI) September 2, 2020
জিতেন রাম মাঝি আর নিতিশ কুমারের সাক্ষাতের পর থেকেই গুঞ্জন উঠেছিল যে, মাঝির পার্টি এবার এনডিএতে যোগ দিতে পারে। একটি প্রেস কনফারেন্স করে মাঝকে এনডিএতে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে উনি বলেন, আগামী ৩০ আগস্ট সমস্ত কিছু পরিস্কার হয়ে যাবে।
হিন্দুস্তানি আওয়াম মোর্চার এক বরিষ্ঠ নেতা বলেন, যখন মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ-এর সাথে সহমতি হয়েই গেছে, তখন অন্য কোন দলের সাথে যাওয়ার কোন প্রশ্নই ওঠেনা। শোনা যাচ্ছে যে, বিজেপি মাঝিকে এনডিএ জোটে ফিরে আসার জন্য সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছে। রাজ্য বিজেপি সভাপতি সঞ্জয় জয়সওয়াল শনিবার বলেছিলেন যে, যে বা যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বাস রাখতে পারবে, তাঁদের সবাইকে এনডিএ জোটে স্বাগত।