বাংলাহান্ট ডেস্ক: পড়ুয়াদের উসকানি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন সোশ্যাল মিডিয়া তারকা হিন্দুস্তানি ভাউ (hindustani bhau) ওরফে বিকাশ পাঠক। প্রাক্তন বিগ বস প্রতিযোগী নেটদুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ। তবে বিতর্কের জন্য বেশি পরিচিত তিনি নেটমহলে। বহুবার নিজের ভিডিওতে অশ্লীল ভাষা ব্যবহার করার জন্য বিতর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু রোখা যায়নি হিন্দুস্তানি ভাউকে।
এবার তাঁর বিরুদ্ধে ছাত্রদের হিংসায় উসকানি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটা ঠিক কী ঘটেছে? সোমবার মুম্বইয়ের ধারাভিতে পড়ুয়ারা বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি, দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা অফলাইনে না হয়ে অনলাইনেই হোক। কারণ সারা বছর পড়াশোনাটাও অনলাইনেই হয়েছে।
অভিযোগ উঠেছে, সরকারের বিরুদ্ধে পড়ুয়াদের উসকানি দেওয়ার কাজটা করেছেন হিন্দুস্তানি ভাউ। নিজের ভিডিওতে তিনি পড়ুয়াদের উসকানি দেন, শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড়ের মুম্বইয়ের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করতে। তাঁর উসকানিতেই ছাত্ররা এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠছে। ছাত্রদের বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করতে হয় পুলিসকে।
এরপরেই মুম্বই পুলিসের হাতে গ্রেফতার হন বিকাশ পাঠক ওরফে হিন্দুস্তানি ভাউ। আরো কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা যাচ্ছে। পুলিস জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে খবর। তবে এখনো পড়ুয়াদের ক্ষোভ কমেনি। দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা অফলাইনের বদলে অনলাইনে করানোর জন্য লাগাতার দাবি জানানো হচ্ছে সরকারের কাজে। মুম্বই এর পাশাপাশি পুনে, নাগপুরেও বিক্ষোভ চলছে ছাত্রদের।
উল্লেখ্য, এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন হিন্দুস্তানি ভাউ। তাঁর বিরুদ্ধে ভিডিওতে অশ্লীলতার অভিযোগ আনা হয়েছে। উঠেছে হিংসায় উসকানি দেওয়ার অভিযোগও। একাধিক বা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সাসপেন্ডও করে দেওয়া হয়েছে। কিন্তু হেলদোল নেই হিন্দুস্তানি ভাউয়ের।