বাংলাহান্ট ডেস্ক: রবিবার পুরভোটের (Municipal Election) দিনই তৃণমূলের (Tmc) বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন খড়গপুরের বিজেপি বিধায়ক তথা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। বুথের ভেতরে মোবাইল ফোন দিয়ে নজরদারি চালাচ্ছে জোড়াফুল শিবির, এমনি বিষ্ফোরক অভিযোগ করেছেন হিরণ।
খড়গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছেন হিরণ। রবিবার সকাল থেকেই খড়গপুর সহ ১০৮ টি পুরসভায় ভোটগ্রহণ পর্ব চলছে। হিরণ অভিযোগ করেছেন তালবাগিচা হাইস্কুলের ৮ টি বুথে ভোটের ছবি ফাঁস করে দেওয়া হচ্ছে বাইরে। বেআইনি ভাবে মোবাইল ক্যামেরা দিয়ে নজরদারি চালাচ্ছে তৃণমূল। কে কোন চিহ্নে ভোট দিচ্ছে সবটাই উঠে আসছে মোবাইল ক্যামেরায়।
হিরণের এই বিষ্ফোরক অভিযোগে শোরগোল পড়েছে এলাকায়। যদিও বিধায়কের অভিযোগকে নস্যাৎ করে দিয়েছে তৃণমূল। স্থানীয় নেতৃত্বের দাবি, বিজেপি ইচ্ছা করেই এমনটা করছে। তারাও জানে যে এখানে তারা জিততে পারবে না। তাই মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে পালটা দাবি করেছে জোড়াফুল শিবির।
উল্লেখ্য, হিরণ এর আগেও বহুবার রাজনৈতিক কারণে চর্চায় উঠে এসেছিলেন। তবে প্রতিবারই বিজেপিল সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে সরব হয়েই লাইমলাইট কেড়ে নিয়েছিলেন তিনি। এমনকি শোনা গিয়েছিল এই দুজনের দ্বন্দ্ব সামাল দিতেই নাকি আচমকা হিরণকে পুরভোটে প্রার্থী করা হয়।
যদিও এই কৌশলে কাজ কতটা হয়েছে তা নিয়ে যথেষ্ট সন্দিহান ওয়াকিবহাল মহল। কারণ দিলীপ ঘোষের দলীয় ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে দেখা মেলেনি হিরণের। তিনি ছাড়া পুরসভা ভোটে খড়গপুরের সমস্ত ওয়ার্ডের প্রার্থীরাই এদিন উপস্থিত ছিলেন।
যদিও গরহাজির থাকার কারণ হিসাবে হিরণ জানান, তিনি বাড়ি বাড়ি ঘুরে প্রচারে ব্যস্ত ছিলেন, তাই উপস্থিত থাকতে পারেননি। তবে ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে সময় বের করে আসার জন্য দিলীপ ঘোষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন অভিনেতা বিধায়ক।