বিজেপি শিবিরে দিলীপ-হিরণ বিরোধ! বিবৃতি দিয়ে অবস্থান স্পষ্ট করলেন খড়গপুরের বিধায়ক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিজেপির অভ‍্যন্তরে দিলীপ ঘোষ (dilip ghosh) ও হিরণ চট্টোপাধ‍্যায় (hiran chatterjee) দ্বৈরথ, সম্প্রতি এমনি গুঞ্জন অস্বস্তি বাড়িয়েছিল গেরুয়া শিবিরে। বিধানসভা নির্বাচনের আগে যে হারে যোগদান হয়েছিল ভোট পরবর্তী সময়ে বহু নেতামন্ত্রীকেই দল ছেড়ে তৃণমূলে যোগ দিতে দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে দিলীপ ঘোষের মন্তব‍্যের বিরোধিতা করায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল হিরণের অবস্থান নিয়ে।

অবশেষে নিজেই সব ধোঁয়াশা সাফ করলেন অভিনেতা বিধায়ক। টুইটারে ‘দিলীপ – হিরণ বিতর্ক’ ক‍্যাপশন দিয়ে একটি বিবৃতি দিয়েছেন তিনি। তাঁর প্রশ্ন, তিনি দিলীপ ঘোষের বিরুদ্ধে মন্তব‍্য করেছেন তাঁর প্রমাণ কোথায়? হিরণ লিখেছেন, ‘ভারতীয় জনতা পার্টির চিরকাল আদর্শ ছিল শ্রমিক সুরক্ষা এবং এটি আমার কাছে সর্বদা সমস্ত রাজনীতির উর্দ্ধে। বলা বাহুল‍্য, খড়গপুর রেলনগরী এবং এই ভারতীয় রেলের ভিন্ন ভিন্ন প্রকল্পে প্রচুর সংখ‍্যক প্রান্তিক শ্রমিকেরা কর্মরত অবস্থায় রয়েছেন।’


উদাহরণ হিসেবে নির্মীয়মাণ খড়গপুর ওভারব্রিজের প্রসঙ্গ তুলে হিরণ লিখেছেন, শ্রমিক সুরক্ষা বিঘ্নিত হওয়ার জন‍্য রেলের উচ্চপদস্থ কর্মচারীরা নন, বরং নিম্নপদস্থ কর্মচারী এবং ঠিকাদারেরাই দায়ী। এর আগেই হিরণ অভিযোগ করেছিলেন, শ্রমিকদের নিরাপত্তার দিকটা একেবারেই দেখছেন না রেলের অফিসাররা। শ্রমিকদের নূন‍্যতম হেলমেটটা পর্যন্ত নেই। ফলে প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে।

হিরণের অভিযোগ ছিল, এত বড় একটা কাজ হচ্ছে কিন্তু কোনো ইঞ্জিনিয়ার বা রেলের অফিসারকে দেখেননি তিনি। এদিনও তাঁর আগের বক্তব‍্যকেই সমর্থন করে হিরণ বলেন, তিনি যখনি গিয়েছেন কোনো ইঞ্জিনিয়ারকেই কাজের জায়গায় দেখেননি। এমন অবস্থায় যখন তখন বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সবশেষে হিরণ স্পষ্ট করেছেন, বিজেপির রাজ‍্য সভাপতির সঙ্গে তাঁর কোনো রকম কোনো বিবাদই নেই। বরং বিধায়ক হওয়ার ক্ষেত্রে তাঁকে অনুপ্রাণিত করেছেন দিলীপ ঘোষ।

সম্পর্কিত খবর

X