পোস্টারে বড় করে দিলীপ ঘোষের ছবি, জায়গা নেই হিরণের! ক্ষোভ উগরে দিলেন খড়গপুর বিধায়ক

বাংলাহান্ট ডেস্ক: বিজেপির অভ‍্যন্তরে হিরণ চট্টোপাধ‍্যায় (hiran chatterjee) ও দিলীপ ঘোষের (dilip ghosh) সংঘাত ক্রমশই ঘোরালো আকার ধারন করছে। খড়গপুরে বিজেপির টিকিটে হিরণ বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই তাঁদের বিবাদ বারে বারে প্রকাশ‍্যে এসেছে। এবার সংঘাতের বিষয়বস্তু হল হোর্ডিং।

গোটা খড়গপুর শহর ছেয়ে গিয়েছে বিজেপির পোস্টার, হোর্ডিংয়ে। মূলত দিলীপ ঘোষকে অভিনন্দন জানিয়েই এই পোস্টার। সেখানে মধ‍্যমণি হয়ে বিরাজ করছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি, সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী, অমিত মালব‍্য, সুকান্ত মজুমদাররা। কিন্তু একটি হোর্ডিংয়েও দেখা নেই বিধায়ক হিরণ চট্টোপাধ‍্যায়ের।

IMG 20211203 114523
বিষয়টা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা বিধায়ক। নাম না করে তাঁর কটাক্ষ, “আমি মানুষের জন‍্য কাজ করি। আমি নিজে ছবি লাগাই না।” পাশাপাশি তিনি এও জানিয়েছেন, বিষয়টা জে পি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয়, শুভেন্দু অধিকারীদের জানানো হয়েছে। দলের নিয়ম মেনেই যা ব‍্যবস্থা নেওয়ার নেওয়া হবে।

অপরদিকে দিলীপ ঘোষের বক্তব‍্য, কে কোথায় ছবি লাগায় তিনি জানেন না। হয়তো পছন্দের নেতাদের ছবি লাগানো হয়েছে। তিনি আরো কটাক্ষ করেছেন, যিনি এমন কথা বলেছেন তিনি দলের সংষ্কৃতি সম্পর্কে কিছুই জানেন না। উল্লেখ‍্য গত বৃহস্পতিবারই হিরণ চট্টোপাধ‍্যায়ের কম্বল বিতরণ কর্মসূচীতে আক্রান্ত হয়েছিলেন তাঁর অনুগামীরা। আঙুল উঠেছিল দিলীপ ঘোষের অনুগামীদের বিরুদ্ধে।

এর আগেও রেলের ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে বিবাদে জড়িয়েছিলেন দিলীপ হিরণ। যদিও পরে একটি বিবৃতি দিয়ে তিনি স্পষ্ট করেছিলেন গোটা বিষয়টাই গুজব। দিলীপ ঘোষকে তিনি সম্মান করেন। দলের কাজ শিখতে তাঁকে সাহায‍্য করেছেন বলেও জানান হিরণ।

বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন হিরণ। খড়গপুর সদর থেকে ভোটে জিতে বিধায়কও হন। তারপর থেকেই নাকি দুজনের মধ‍্যে মন কষাকষির সূত্রপাত। কিন্তু কিছুদিন আগে বিষয়টাকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন হিরণ।


Niranjana Nag

সম্পর্কিত খবর