বাংলাহান্ট ডেস্ক: বিজেপি ছেড়ে কোথাও যাচ্ছেন না, স্পষ্ট জানিয়ে দিলেন অভিনেতা তথা খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (hiran chatterjee)। সম্প্রতি দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বিবাদের গুঞ্জন শোনা গিয়েছিল। শোনা গিয়েছিল দিলীপ ঘোষের সঙ্গে নাকি মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছে হিরণের। কিন্তু সমস্তটা গুজব বলে উড়িয়ে দিয়ে ধোঁয়াশা কাটালেন বিধায়ক।
শনিবার হিরণ দাবি করেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর দল ছাড়ার গুঞ্জন ছড়ানো হচ্ছে। তিনি বিজেপি ছেড়ে কোথাও যাচ্ছেন না। বরং নিজের কেন্দ্রের কীভাবে আরো উন্নতি সাধন করা যায়, কীভাবে আরো মানুষের পাশে দাঁড়ানো যায় দলের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে সেই বিষয়েই আলোচনা করছেন হিরণ।
বেশ কিছুদিন হয়ে গিয়েছে দলের কোনো কোনো অনুষ্ঠান, কর্মসূচীতেই আর দেখা যায় না হিরণকে। এর জেরেই গুঞ্জন ছড়িয়েছিল, এবার গেরুয়া শিবিরের সঙ্গও ত্যাগ করতে পারেন হিরণ। কিন্তু তিনি এদিন জানান, গত রবিবার ২ ঘন্টা ধরে জে পি নাড্ডার বাড়িতে তাঁর কেন্দ্রের উন্নয়ন নিয়ে বৈঠক হয়েছে। সে কারণেই শুক্রবার দলীয় কর্মসূচীতে যোগদান করতে পারেননি হিরণ। বিধায়কদের বৈঠকেও উপস্থিত থাকতে পারেননি। দলকে নাকি সে কথা আগে থেকেই জানিয়ে রেখেছিলেন হিরণ।
বিধায়ক এদিন নিজের সপক্ষে যুক্তি টেনে বলেন, “রেল ও খড়গপুর IIT র দুটি প্রকল্পের বিরোধিতা করছি বলে অনেকেই ভাবছেন আমি বিজেপি ছেড়ে দেব। আসলে আমি দুর্নীতির বিরুদ্ধে লড়ার জন্যই এমনটা করছি। খড়গপুরে দীর্ঘদিন কোনো উন্নয়ন হয়নি। কেন্দ্রের সাহায্য নিয়ে সেই কাজটাই করছি।”
কিছুদিন আগেই টুইটারে ‘দিলীপ – হিরণ বিতর্ক’ ক্যাপশন দিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন অভিনেতা বিধায়ক। তাঁর প্রশ্ন, তিনি দিলীপ ঘোষের বিরুদ্ধে মন্তব্য করেছেন তাঁর প্রমাণ কোথায়? হিরণ লিখেছেন, ‘ভারতীয় জনতা পার্টির চিরকাল আদর্শ ছিল শ্রমিক সুরক্ষা এবং এটি আমার কাছে সর্বদা সমস্ত রাজনীতির উর্দ্ধে।’
সবশেষে হিরণ স্পষ্ট করেছেন, বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে তাঁর কোনো রকম কোনো বিবাদই নেই। বরং বিধায়ক হওয়ার ক্ষেত্রে তাঁকে অনুপ্রাণিত করেছেন দিলীপ ঘোষ।