গোরুর দুধে সোনা খোঁজার থেকে যুব সমাজের উন্নয়ন বেশি জরুরি, দিলীপকে ফের কটাক্ষ হিরণের

বাংলাহান্ট ডেস্ক: প্রত‍্যক্ষ বা পরোক্ষ ভাবে একাধিক বার বাগ বিতন্ডায় জড়িয়েছেন দিলীপ ঘোষ (dilip ghosh) ও হিরণ চট্টোপাধ‍্যায় (hiran chatterjee)। একজন সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি এবং অন‍্যজন খড়গপুরের নব নির্বাচিত বিধায়ক। হিরণ বিধানসভা ভোটে জিতে আসতেই স্পষ্ট হয় দুজনের বিবাদ। দলের প্রায় কোনো কর্মসূচীতেই একসঙ্গে দেখা যায় না তাঁদের।

দিন কয়েক আগেই বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ত‍্যাগ করে জল্পনা আরো বাড়িয়ে দিয়েছিলেন হিরণ। সংবাদ মাধ‍্যমের কাছে কদলের কেন্দ্রীয় নেতৃত্বের গুণগান গেয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিধায়ক। এবার ফের বিষ্ফোরক হিরণ। দিলীপের ‘গোরুর দুধে সোনা’ মন্তব‍্য নিয়ে কটাক্ষ শানালেন তিনি।

IMG 20211203 114523
হিরণ স্পষ্ট জানান, গোরুর দুধে সোনা আছে কী নেই সেটা নিয়ে গবেষণা করার আগে যুব সমাজ কীভাবে কাজ পাবে, তাদের উন্নয়ন নিয়ে গবেষণা করাটা তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। যদিও বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া নিয়ে এদিন হিরণ জানান, তিনি আরো অনেক গ্রুপেই রয়েছেন। তাই ওই গ্রুপে থাকার প্রয়োজন মনে করেননি। তবে যদি দল বলে তবে তিনি আবারো গ্রুপে ঢুকে যাবেন।

দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বিবাদ যে এখনো মেটেনি তাও স্পষ্ট হয়ে গিয়েছে হিরণের কথায়। তাঁর দাবি, সাংসদ হওয়ার খাতিরে দলীয় কর্মসূচী করতেই পারেন দিলীপ ঘোষ। কিন্তু দলীয় নেতৃত্বকে তিনি জানিয়ে রেখেছিলেন যে তাঁর এলাকায় যদি কোনো কর্মসূচী থাকে তবে তাঁকে যেন আগেভাগে জানানো হয়।

কিন্তু তাঁকেকেউ কিছু জানানোর প্রয়োজন মনে করেননি। উপরন্তু তিনি যখন বিধানসভার স্ট‍্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে কলকাতায় আসেন তখনি খড়গপুরে পুরসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠক হয়ে যায়। এটা তিনি মেনে নিতে পারবেন না বলেই সাফ জানিয়েছেন হিরণ।

এর আগে অবশ‍্য দিলীপ ঘোষ জানিয়েছিলেন, বৈঠকে ডাকা হলেও যোগ দেন না হিরণ। এমন ঘটনা একাধিক বার ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি। যদিও দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব‍্য, এসব গ্রুপে তিনি বিশ্বাস করেন না। যারা বানিয়েছেন তারাই বুঝবেন। তিনি জনগণের সঙ্গে থাকবেন কারণ তারাই তাঁকে জিতিয়েছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর