বাংলাহান্ট ডেস্ক: তৃণমূলের উপর চরম ক্ষোভ নিয়ে বিজেপিতে (bjp) যোগ দিয়েছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (hiran chatterjee)। বাংলা থেকে তৃণমূলকে সরিয়ে বিজেপিকে আনার ডাক দিয়েছেন তিনি। খড়গপুর সদর থেকে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন হিরণ। আর নাম ঘোষনা হতেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিনেতা।
চড়া রোদ গরম উপেক্ষা করেই বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারছেন হিরণ। আট থেকে আশি, প্রচারে বেরিয়ে সবার সঙ্গেই হাসিমুখে মিশে যাচ্ছেন তিনি। নির্বাচনে জিতে আসল উন্নয়ন করবেন তিনি, এমনটাই প্রতিজ্ঞা করছেন এলাকার মানুষজনদের কাছে। প্রচারের সমস্ত ছবি নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করছেন হিরণ।
তবে সম্প্রতি এমনি একটি ছবি ভাইরাল হয়েছে যার জন্য তুমুল ট্রোলের শিকার হতে হচ্ছে হিরণকে। কিন্তু কি এমন আছে ওই ভাইরাল ছবিতে যার জন্য হাসির পাত্র হতে হচ্ছে অভিনেতাকে? আসলে ছবিতে দেখা যাচ্ছে, সারা গায়ে সাবান মেখে হিরণের পাশে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি।
বেশ বোঝা যাচ্ছে স্নান সারছিলেন তিনি। হিরণকে প্রচারে দেখেই তাঁর সঙ্গে ছবি তুলতে দাঁড়িয়ে যান। ব্যক্তিকে ফেরাননি অভিনেতা। বরং হাসি মুখে পাশে দাঁড়িয়েই ছবি তোলেন হিরণ। এই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তুমুল ট্রোল শুরু হয়েছে এই ছবিকে ঘিরে।
https://www.instagram.com/p/CMzV4lwnsZn/?igshid=1kotqpepg0y8o
প্রসঙ্গত, অমিত শাহের নামখানার সভায় বিজেপিতে যোগ দেন হিরণ। অভিনেতার কথায়, এই বাংলা থেকে অলক্ষ্মীকে দূর করতে চান তিনি। যতদিন না বাংলায় লক্ষ্মী আসছে আর্থ সামাজিক বা পরিকাঠামোগত উন্নয়ন কিছুই হবে না। ভোটের আগে শুধু পাঁচ টাকায় ডিম ভাত খাইয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না, এমন মন্তব্যও করেন তিনি।
হিরণের ঘনিষ্ঠ সূত্রে খবর মিলেছিল, দীর্ঘদিন ধরেই যূব তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই হিরণের। সেকথা তিনি দলের নেতৃত্বকে জানিয়েও ছিলেন। কিন্তু কোনো উত্তর আসেনি। এমনকি গত লোকসভা নির্বাচনে নিজের গাড়ি নিয়েও তিনি তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করেছেন। কিন্তু ভোট মিটতেই আর কেউ যোগাযোগও করেননি। তাই এবার মনে তীব্র ক্ষোভ নিয়েই বিজেপিতে আসেন হিরণ।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা