জেহাদি হামলা ঠেকাতে হিন্দুদের সামরিক প্রশিক্ষণ, শহিদ জওয়ানদের সম্মান, একগুচ্ছ আর্জি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি হিরণের

বাংলাহান্ট ডেস্ক: বাংলা ও কেরলের হিন্দু পরিবারগুলিকে বাঁচানোর জন‍্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ‍্যায় (hiran chatterjee)। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় জেহাদি হামলার ভয়াবহতার প্রসঙ্গ তুলেই মোদীকে চিঠি দিয়েছেন অভিনেতা বিধায়ক। হিন্দু পরিবারগুলিকে সামরিক শিক্ষায় শিক্ষিত করার আবেদন জানিয়েছেন হিরণ।

হালে একাধিক জায়গায় সাম্প্রদায়িক হিংসা, হানাহানির ঘটনা সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে। সম্প্রতি দূর্গাপুজো ও তার পরবর্তী কালে বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হিংসার ঘটনা নাড়িয়ে দিয়েছে রাজনৈতিক থেকে শিল্পী মহলকে। বিধায়কের বক্তব‍্য, এই ধরনের ঘটনায় হিন্দুদের উপরেই আঘাত আসে বেশি।

   

PTI03 12 2021 000077B 1621424692875 1621424721588
এই অত‍্যাচার রুখতে নিজেদেরই প্রস্তুত হওয়া দরকার বলে মনে করেন হিরণ। সেই কারণেই বাংলা এবং কেরলের হিন্দু ধর্মাবলম্বী পরিবারগুলোর ১৮ বছরের উর্দ্ধে তরুণ তরুণীদের সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত। এই মর্মেই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন হিরণ।

letter 1 1
দু পাতার চিঠিতে আরো কয়েকটি আর্জি জানিয়েছেন তিনি। সীমান্তে এব‌ং জঙ্গি হামলায় শহিদ জওয়ানের পরিবারদের যোগ‍্য সম্মান দেওয়ার জন‍্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ করার জন‍্য আর্জি জানিয়েছেন হিরণ। যেমন, এক একটি এলাকার মধ‍্যে থাকা শহিদ জওয়ানদের পরিবারগুলিকে ‘তেরঙ্গা পরিবার’ এর সম্মান দেওয়া হোক।

letter 2
স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের সময় প্রশাসনিক প্রধানদের পাশাপাশি এই পরিবারের সদস‍্যদেরও সরকারি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হোক। সেই সঙ্গে রেলস্টেশনে শহিদ জওয়ানের নাম ফলক, তাঁদের নামাঙ্কিত হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার আবেদনও চিঠিতে জানিয়েছেন হিরণ।

ক্ষোভ নিয়ে তৃণমূল ছেড়েছিলেন হিরণ। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি। নির্বাচনে লড়ার টিকিট পেয়ে খড়গপুর বিধানসভা কেন্দ্রের নব নির্বাচিত বিধায়কও হয়েছেন তিনি। রাজনৈতিক কর্মকাণ্ডের জন‍্য প্রায়শই খবরে উঠে আসেন তিনি। তাঁর এই উদ‍্যোগের জন‍্যও প্রশংসিত হচ্ছেন হিরণ।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর