বাংলা হান্ট ডেস্কঃ যত এগিয়ে আসছে লোকসভা নির্বাচন (Loksabha Election) ততই বাড়ছে রাজনৈতিক আক্রমণ। তরজা একেবারে চরমে। একদিক থেকে কটাক্ষ আসলে অন্যদিক থেকে ধেয়ে আসছে পালটা কটাক্ষ। আর এই আবহেই হিরণ-অভিষেক (Hiran Chatterjee- Abhishek Banerjee) ইস্যুতে আরও কিছুটা চড়ল রাজনীতির পারদ।
হিরণকে নিয়ে টানাপোড়েন আজকের নয়, বহুদিন আগের। সম্প্রতি লোকসভা ভোটের প্রাক্কালে তা আবার মাথাচারা দিয়ে উঠেছে। কিছুদিন আগেই ঘাটালে তৃণমূলের প্রার্থী দেবের হয়ে প্রচারে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই দেবকে পাশে নিয়ে বিজেপি-র প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে তুমুল আক্রমণ করেন অভিষেক।
অভিষেক বলেছিলেন, ‘বিজেপি এখানে যাকে দাঁড় করিয়েছে, তিনি ৬-৮ মাস আগে আমার অফিসে এসেছিলেন’। তৃণমূলের (TMC) সেকেন্ড ইন কমান্ডের মুখে একথা শুনে হাসতে দেখা যায় পাশে দাঁড়ানো দেবকে (Dev)। অভিষেক আরও বলেন, ‘তৃণমূলে যোগ দেওয়ার জন্য এসেছিল। তবে আমি ঢুকতে দিইনি। দরজা বন্ধ করে দিয়েছিলেন। সেটার সিসিটিভি ফুটেজ রয়েছে। তাকে বলব, মিথ্যে বলো, তবে বেশি না’।
এবার এই নিয়েই মুখ খুললেন হিরণ। এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি দলকে জানিয়েই ওখানে গিয়েছিলাম। উনি (অভিষেক) বলছেন, উনি নাকি দরজা বন্ধ করে দিয়েছেন! কিন্তু উনিই বার বার ফোন করে ডেকেছিলেন। গিয়েছি, মিটিং করেছি, কথা বলেছি, শুনেছি। কিন্তু কেন গিয়েছি? উনি নিজে বার বার আমাকে ফোন করে ডেকেছেন।’
আরও পড়ুন: পুরী হয়ে ফেরার পথে সেতু থেকে উল্টে নীচে পড়ে গেল কলকাতাগামী বাস, মৃত ৫, আহত অন্তত ৩০
হিরণ আরও বলেন, ‘যেদিন উনি সিসিটিভি ফুটেজ দেবেন, আমিও সেদিন সমস্ত প্রমাণ সামনে আনব। দেখিয়ে দেব উনি কতবার ডেকেছেন, কতবার ফোন করেছেন, কী কী বলেছেন। সবকিছু আমার কাছেও রেকর্ড করা আছে। আমাদের দলের নির্দিষ্ট কিছু স্ট্র্যাটেজি রয়েছে। আমরা প্রচারের জন্য ভুলভাল কথা বলি না।’