সরকারে নেই তাতে কি! উদ‍্যোগ নিয়ে খড়গপুর রেল হাসপাতালে বেড বাড়ালেন বিজেপি বিধায়ক হিরণ

বাংলাহান্ট ডেস্ক: নির্বাচনে জিতে বিধায়ক হয়েই খড়গপুর বাসীর (kharagpur) সমস‍্যা সমাধানে নেমে পড়েছেন হিরণ চট্টোপাধ‍্যায় (hiran chatterjee)। খড়গপুর অঞ্চলেই একটি আশ্রমে থাকছেন তিনি এখন। করোনাকালে নিজের সংসদীয় এলাকার মানুষের পাশে দাঁড়াতে একের পর এক উদ‍্যোগ নিয়ে চলেছেন অভিনেতা। এবার খড়গপুর রেল হাসপাতালের বেডের সংখ‍্যা বাড়ালেন হিরণ।

আগেই হিরণ জানিয়েছিলেন রেলের হাসপাতালে বেডের সংখ‍্যা বাড়ানোর ব‍্যাপারে কথাবার্তা বলছেন তিনি। সেই মতো রেলের ডি আর এমের সঙ্গে বৈঠক করে রেল হাসপাতালে বেডের সংখ‍্যা ৪০ টি বাড়িয়েছেন হিরণ। পাশাপাশি নতুন দুটি অ্যাম্বুলেন্সের বন্দোবস্তও হয়েছে। এদিন নিজেই টুইট করে এই খবর জানান খড়গপুরের বিজেপি বিধায়ক।

hiran chatterjee
তিনি লেখেন, ‘সরকারে নেই আমরা। তবু সদিচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব। তারই প্রথম পদক্ষেপ খড়গপুর রেলের ডি আর এম সঙ্গে বৈঠক করে,তাঁকে অনুরোধ করে রেল হাসপাতালের বেড সংখ্যা ৪০ বাড়াতে পেরেছি এবং নতুন ২ টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন। খড়্গপুরের উন্নয়ন আরও এগিয়ে যেতে চাই। আশীর্বাদ করবেন।’

করোনা পরিস্থিতিতে কার্যত লকডাউনের মধ‍্যেই তাঁর পক্ষে যতটা সম্ভব তিনি করছেন বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক। তিনি অভিযোগ করেন, খড়গপুরে অনেক বিজেপি কর্মীর বাড়িতে পানীয় জলের লাইন কেটে দেওয়া হয়েছে। কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার লকডাউনের মধ‍্যে বাইরে বেরিয়ে কাজ করার ‘পাস’ নেই। এই সব বিষয়ে উদ‍্যোগ নিচ্ছেন হিরণ।

হাসপাতালে বেড বাড়ানোর ব‍্যাপারেও কথাবার্তা বলছেন তিনি। রেলের একটি যক্ষ্মা হাসপাতাল বন্ধ হয়ে পড়ে রয়েছে। সেখানে একটি সেফ হোম চালু করার চিন্তা ভাবনা করছেন হিরণ। সেই সঙ্গে আইআইটি খড়গপুরের হাসপাতাল আবার চালু করা যায় কিনা সেই বিষয়ে ডিরেক্টরের সঙ্গে কথাবার্তা বলেছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর