তিন তালাক দেন স্বামী, ফের শ্বশুরের সঙ্গে করান হালালা! নরক যন্ত্রণা বয়ান মুসলিম মহিলার

বাংলা হান্ট ডেস্ক : ফের এক নারী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এল। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদ। জানা যাচ্ছে, এক মহিলাকে তাঁর স্বামী প্রথমে তিন তালাক দেয়। তারপর, সেই ব্যক্তি জোর করে তার পিতার সঙ্গে বিয়ে।করতে বাধ্য করে। এরপরও থামে না অত্যাচার। অবশেষে ৪ সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের করে দেয়।

এরপর ওই নির্যাতিতা মহিলা পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন। এ খবর জানতে পেরেই তাঁকে ৪ সন্তান সহ প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এরপরই এলাকার পুলিস কমিশনারের নির্দেশে ভোজপুর থানায় ওই মহিলার স্বামী সহ ৬ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

up2

জানা যাচ্ছে, ওই নির্যাতিতা মহিলা নিবাড়ি থানা এলাকার বাস করতেন। ২০১৪ সালের ২৭ মার্চ ভোজপুরের এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু শ্বশুর বাড়ির লোক পণ নিয়ে সন্তুষ্ট হননি। বিয়ের পর আরও ২ লক্ষ টাকা দাবি করেন তাঁরা। এর দাবি মহিলাকে মারধরও করা হত। এরই মধ্যে একএক করে ৪ সন্তানের জন্ম দেন ওই মহিলা।

এরই মধ্যে তাঁর স্বামী ২০২১ সালে ২ জুলাই গ্রামেরই এক বিধবা মহিলার সঙ্গে কোর্ট ম্যারেজ করেন ফেলে। ঘটনার খবর জানাজানি হতেই গ্রামে পঞ্চায়েত বসে। সেখানেই ১০ টাকার স্ট্যাম্প পেপারে ওই বিধবা মহিলাকে তালাক দেয় তাঁর স্বামী।

এরপর কিছুদিন সব ঠিকঠাকই চলছিল। কিন্তু আবার শুরু হয় অশান্তি। এই সময়ই ওই মহিলাকে তিন তালাক দেয় স্বামী। জোর করে নিজের বাবার সঙ্গেই বিয়ে দিয় ও ব্যক্তি। এরপর ৫ মে ওই মহিলাকে মারধর করে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

Sudipto

সম্পর্কিত খবর