বাংলাহান্ট ডেস্ক : ভারত পাকিস্তান সংঘাত অনেক দেশেরই স্বরূপ সামনে এনে দিয়েছে ভারতের। এর মধ্যে অন্যতম তুরস্ক (India-Turkey)। প্রাকৃতিক দুর্যোগ থেকে অতিমারী, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তুরস্কের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। প্রকৃত বন্ধুর মতোই আর্থিক, চিকিৎসা সহ বিভিন্ন ভাবে সাহায্য করেছে তুরস্ককে। অথচ সেই দেশই ভারতের (India-Turkey) প্রতিকূল সময়ে ছুরি মারল পিঠে।
বারেবারে তুরস্কের পাশে থেকেছে ভারত (India-Turkey)
পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময়েই তুরস্কের প্রকৃত স্বরূপ এসে গিয়েছে প্রকাশ্যে। জানা গিয়েছে, ভারতের (India-Turkey) বিরুদ্ধে ব্যবহারের জন্য পাকিস্তানকে অধিকাংশ অস্ত্রই সরবরাহ করেছিল চিন এবং তুরস্ক। তার মধ্যে ছিল ড্রোন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্কার এবং নৌবাহিনীর জাহাজও। অথচ কয়েক দশকের ইতিহাস বলছে, তুরস্কের দুঃসময়ে বারবার বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছে ভারত। সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে ভারতের থেকে সাহায্য নিয়েই গিয়েছে তুরস্ক।
বহু বছর ধরে তুরস্কের সাহায্য করেছে ভারত: প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ এবং অন্যান্য মিত্র শক্তিগুলির বিরুদ্ধে লড়ছিল তুরস্ক (India-Turkey)। ভারত তখন ব্রিটিশ শাসনে থাকলেও প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ শাসনের তুরস্ককে বিভক্ত করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে খিলাফত আন্দোলন (১৯১৯-১৯২২) শুরু করে ভারতীয় মুসলমানরা। হিন্দু সম্প্রদায়ের লোকেরাও এই আন্দোলনে যোগ দিয়ে তুরস্কের জন্য ব্রিটিশ সরকারের বিরোধিতা করেছিল। এরপর ১৯৭০ এর দশকে ঠাণ্ডা যুদ্ধের সময়ে ভারত (India-Turkey) অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সাহায্য প্রদান করেছিল তুরস্ককে। কৃষি, শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য ঋণও দিয়েছিল ভারত।
আরো পড়ুন : ফের মুখ পুড়ল ট্রাম্পের, শুল্ক মকুব প্রস্তাব নিয়ে কড়া বার্তা বিদেশমন্ত্রী জয়শঙ্করের
করোনার সময়ে আর্থিক সহায়তা: করোনা অতিমারীর সময় পিপিই কিট, ভেন্টিলেটর, ভ্যাকসিন দিয়ে তুরস্ককে সাহায্য করেছিল ভারত (India-Turkey)। পাশাপাশি ২০২০ সালের অগাস্ট মাসে ১০০ মিলিয়ন ডলার অনুদানও তুরস্ককে দিয়েছিল ভারত। শুধু তাই নয়, তুরস্কে বারংবার প্রাকৃতিক দুর্যোগের সময়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভারত (India-Turkey)। ১৯৯৯ সালে ইস্তানবুল থেকে ৪০ কিমি দূরে ৬.২ মাত্রার ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ মারা গিয়েছিল। গৃহহীন হয়েছিল লক্ষ লক্ষ মানুষ। সে সময় ত্রাণ এবং উদ্ধারকার্যের জন্য ভারত এনডিআরএফ দল পাঠিয়েছিল তুরস্কে। পাশাপাশি খাবার, জল, চিকিৎসা সামগ্রীও পাঠানো হয়েছিল ত্রাণ হিসেবে।
আরো পড়ুন : ট্রাম্পকে কটাক্ষ করে পোস্ট কঙ্গনার, ফোন করে মোছাতে হল নাড্ডাকে! কী এমন লিখেছিলেন অভিনেত্রী?
২০২৩ সালে দক্ষিণ পূর্ব তুরস্ক এবং মধ্য তুরস্কে ৭.৮ মাত্রার জোড়া ভূমিকম্প হয়। এর জেরে প্রচুর মানুষ মারা যায়, অনেক ক্ষয়ক্ষতিও হয়। সে সময় ‘অপারেশন দোস্ত’ এর অধীনে ভারত ১৫০ সদস্যের তিনটি এনডিআরএফ দল, একটি মেডিকেল টিম সহ ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল। ঘটনাস্থলে আহতদের জন্য ভারতীয় সেনাবাহিনীর তৈরি ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা সহায়তাও দেওয়া হয়েছিল। সে সময়ে ভারতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ভারতকে তুরস্কের প্রকৃত বন্ধু বলেছিলেন। অথচ ভারতের প্রতিকূল সময় সেই দেশেরই চূড়ান্ত ‘অকৃতজ্ঞ’ আচরণের জেরে এবার তুরস্ককে বয়কটের ডাক দিয়েছেন ভারতীয়রা।