বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়া নেশা ধরায়। অথচ চর্চায় থাকতে হলে নেটমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিনোদুনিয়ার বাসিন্দাদের জন্য। তাই এখন আট থেকে আশি সবাই সোশ্যাল মিডিয়ায়। তাদের মধ্যে রয়েছে অভিনেত্রী হিয়া দে-ও (Hiya Dey)। শিশুশিল্পী হিসাবেই কেরিয়ার শুরু করেছিলেন তিনি। তবে এখন তাঁর কাণ্ডকারখানা দেখে আর ‘শিশু’ বলা যায় না তাঁকে।
এখন অভিনয়ের থেকেও সোশ্যাল মিডিয়ার দৌলতে বেশি জনপ্রিয় হিয়া। নিজস্ব ইনটাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে তাঁর। শুটিং, পড়াশোনা সামলেও অত্যন্ত সক্রিয় থাকেন তিনি নেটমাধ্যমে। নিত্য নতুন সমস্ত ট্রেন্ড ফলো করে ভিডিও বানান হিয়া। আর তাঁর জেরেই ট্রোলডও হন।
সম্প্রতি এমনি একটি ট্রেন্ড ফলো করে ভিডিও বানিয়েছেন হিয়া। নব্বইয়ের দশকের জনপ্রিয় গান ‘চল ইশক লড়ায়ে’র সঙ্গে কোমর দুলিয়ে নাচতে দেখা গিয়েছে তাঁকে। হিয়ার পরনে একটি সাদা কালো টপ আর ছোট্ট কালো হটপ্যান্ট। খোলা চুলে বেশ সাবলীল ভাবেই নাচতে দেখা গিয়েছে তাঁকে।
কিন্তু নেটিজেনরা কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন হিয়াকে। একজনের মন্তব্য, ‘পাকা পটল’। আরেকজনের প্রশ্ন, পড়াশোনা করেন না হিয়া? সারাক্ষণ নেচে বেড়াচ্ছেন! এমনকি তাঁর নাচ দেখে অনেক কুরুচিকর মন্তব্যও ভেসে এসেছে।
নেটপাড়ায় ট্রোলারদের পুরনো শিকার হিয়া। তিনি বেশি জনপ্রিয় ‘পটলকুমার’ নামে। বড় হয়ে গেলেও জনপ্রিয় নাম থেকে অব্যাহতি পাননি তিনি। আর এখন ট্রোলডও হন ‘পাকা পটল’ বলে। যদিও কুরুচিকর মন্তব্য সহ্য করেও কখনো কোনো মন্তব্য করেননি হিয়া। তেমনি বন্ধ করেননি ভিডিও বানানোও।
https://www.instagram.com/reel/CfqXfyohKoF/?igshid=YmMyMTA2M2Y=
এর আগে বিবাহিত লুকে ফটোশুটের ছবি শেয়ার করেও ট্রোলড হয়েছিলেন হিয়া। গোলাপি শাড়ি, বাঁধনি প্রিন্টের ব্লাউজ, হাতে শাঁখা পলা, গলায় মঙ্গলসূত্র আর সিঁথিতে সিঁদুর নিয়ে ছবি তুলেছিলেন তিনি। হিয়াকে হঠাৎ বিবাহিত লুকে দেখে হকচকিয়ে গিয়েছিলেন নেটিজেনরা।
ছবিটি যে ফটোশুটের জন্য তোলা তা তিনি জানিয়ে দিলেও ট্রোল করতে ছাড়েননি নেটনাগরিকদের একাংশ। বেশিরভাগেরই প্রশ্ন ছিল, এত তাড়াতাড়ি বিয়ে করে নিল নাকি পটল? আসলে সেদিনের সেই ছোট্ট পটল কুমার যে এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে তা মানতে নারাজ অনেকেই।