এত ছোট বয়সে ‘কুৎসিত’ অঙ্গভঙ্গি করে নাচ, ‘পটলকুমার’ হিয়াকে বিকিনি পরে টিকটক করার পরামর্শ নেটিজেনদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে ট্রোলিং এমন জায়গায় পৌঁছেছে যে কিছু কিছু ক্ষেত্রে তা সাইবার ক্রাইমের আওতায় এসে পড়ে। কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সোশ‍্যাল মিডিয়াকে ঢাল বানিয়ে দেদারে চলছে ট্রোলিং। নেটদুনিয়ার ট্রোলের পুরনো শিকার অভিনেত্রী হিয়া দে (hiya dey)। তবে আসল নামের থেকেও ‘পটল’ নামে বেশি পরিচিত তিনি। ‘পটলকুমার গানওয়ালা’ সিরিয়ালের হাত ধরেই অভিনয় জগতে পথচলা শুরু তাঁর।

সেই ছাপ এখনো রয়ে গিয়েছে দর্শকদের মনে। তাই এখনকার বড় হিয়াকে আর আগের সেই ছোট্ট পটলের সঙ্গে মেলাতে পারেন না অনেকেই। কেউ কেউ অবাক হন, কেউ আবার ট্রোল করেন। আর তা রীতিমতো কুৎসিত ট্রোল। বেশিরভাগ সময় নিজের নাচের ভিডিওর জন‍্যই ট্রোল হন হিয়া।


যেমন সম্প্রতি একটি ইংরেজি গানের সঙ্গে ট্রেন্ড মিলিয়ে নেচেছেন হিয়া। কালো হট প‍্যান্ট, টাই ডাই প্রিন্টের টিশার্ট ও মাথায় একটি টুপি পরে গানের তালে কোমর দোলাতে দেখা গিয়েছে তাঁকে। ভিডিওর কমেন্ট বক্সে উপচে পড়েছে কুমন্তব‍্যের ঢেউ। বেশিরভাগই পরামর্শ দিয়েছেন এত ছোট বয়সে এ ধরনের ‘কুৎসিত’ অঙ্গভঙ্গি করে না নাচতে। এমনকি একজন ছোট্ট হিয়াকে বলেছেন, বিকিনি পরে টিকটক করতে!


নেটদুনিয়ায় ট্রোল, সমালোচনা থেকে বাদ পড়েন না কোনো তারকাই‌। কিছু মানুষের জন‍্য প্রতিদিনের রুটিন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কুৎসিত মন্তব‍্য করা। ছোট বড় নির্বিশেষে বয়স বিবেচনা না করেই কার্যত চলতে থাকে এই ধরনের কুমন্তব‍্য। হিয়াও রক্ষা পেলেন না এই ট্রোল থেকে।

https://www.instagram.com/reel/CU-kOiijleQ/?utm_medium=copy_link

পটলকুমার গানওয়ালার পর জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘আলো ছায়া’তে আলোর ছোটবেলার চরিত্রে অভিনয় করেন হিয়া। আপাতত স্টার জলসার ‘ফেলনা’ সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে।

সম্পর্কিত খবর

X