বাংলাহান্ট ডেস্ক : বছরের শুরুতেই টিআরপি তালিকায় ঝড় তুলেছে ‘গীতা LLB’ (Geeta LLB)। পরপর দুই সপ্তাহেই টিআরপি শীর্ষে স্টার জলসার এই ধারাবাহিক। ২০২৪ ও বেঙ্গল টপার হয়েই শেষ করেছে গীতা। আর নতুন বছরের শুরুতেও বজায় রয়েছে সেই ধারা। দর্শকদের প্রথম থেকেই বেশ পছন্দ হয়েছে এই ধারাবাহিকের গল্প। গীতা (Geeta LLB) স্বস্তিকের জুটিও মন জয় করে নিয়েছে সকলের। ধারাবাহিক সাফল্য নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়।
টিআরপি টপার হয়ে কী বললেন গীতা (Geeta LLB) হিয়া
একটানা বাংলা সেরার তকমা দখল করে রয়েছে গীতা LLB (Geeta LLB)। চলতি সপ্তাহে এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৯। টিআরপি দেখে খুশি গীতা ওরফে হিয়া। তাঁর কথায়, তাঁদের হাতে সবটা তো নেই। গল্পটা আসল। আর সেটাই দর্শককে আকৃষ্ট করে। অন্যদিকে স্বস্তিক ওরফে কুণাল শীল বলেন, ‘আমাদের হৃৎস্পন্দনের মতোই টিআরপির ওঠাপড়া চলতে থাকে। তবে ভালো টিআরপি ভালো কাজের খিদেটাও বাড়িয়ে দেয়’।
সাফল্যের কারণ কী: ধারাবাহিকের শুরু থেকেই দর্শক মহলে ভালো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। বিশেষ করে বিগত কয়েক মাসে একটানা টিআরপি তালিকার উপরের দিকেই থেকেছে গীতা LLB (Geeta LLB)। এই টানা সাফল্যের কারণ কী? হিয়ার কথায়, সিরিয়াস দৃশ্য এবং অ্যাকশন দৃশ্যের সঙ্গে সঙ্গে কমেডির ছোঁয়াও রয়েছে তাঁদের সিরিয়ালে।
আরো পড়ুন : ডাক্তার বাতিল, এবার বলিউডের লেখকের সঙ্গে প্রেম, চলতি বছরেই ‘ডেস্টিনেশন ওয়েডিং’ সারছেন ঋতাভরী!
দর্শকদের কাছে বেড়েছে খ্যাতি: নায়িকার কথায়, গত এক সপ্তাহে যত কমেডির দৃশ্য তিনি করেছেন, তা এর আগে একসঙ্গে কখনো করেননি। পাশাপাশি পদ্ম, কৃপাণের মতো চরিত্র, তেমনি দক্ষ অভিনেতা অভিনেত্রীদের জন্যও টিআরপি বাড়ছে বলে মন্তব্য করেন হিয়া। এই সিরিয়ালের দৌলতে জনপ্রিয়তাও অনেক বেড়েছে বলে জানান পর্দার গীতা (Geeta LLB) স্বস্তিক। কোনো পর্ব, কোনো দৃশ্য ভালো হলে সোশ্যাল মিডিয়ার দৌলতেও তা বুঝতে পারেন তাঁরা।
আরো পড়ুন : ‘দিদার জন্মদিনেই ও আমাকে ছেড়ে…’, ১৭ বছরের সম্পর্ক শেষ হল ‘রোশনাই’ নায়ক শনের
প্রসঙ্গত, এক নিম্নবিত্ত ঘরের মেয়ে গীতার আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়েই গীতা LLB র (Geeta LLB) গল্প। ইদানিং সফল সিরিয়ালগুলির ট্রেন্ড বলছে, নায়িকারা রুখে দাঁড়ালে, নিজেরা সক্ষম হলেই বাড়ছে দর্শকদের আগ্রহ। প্রতিবাদী গীতার চরিত্রও দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে প্রথম থেকেই। এবার নিজের শ্বশুরমশাইকে সে কীভাবে রক্ষা করবে সেটাই দেখার অপেক্ষা।