বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ (Anantnag) জেলায় বড়সড় সফলতা অর্জন করল ভারতীয় সেনা। হিজবুল মুজাহিদ্দিনের (Hizbul Mujahideen) জঙ্গি ইমরান নবী ডারকে গ্রেফতার করে এই সফলতা অর্জন করে সেনা। একটি সংযুক্ত অভিযান চালিয়ে জঙ্গি ইমরান ডারকে অনন্তনাগ জেলার জঙ্গলাত মণ্ডির পাশ থেকে মধ্যরাতে গ্রেফতার করে। ওই জঙ্গির কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
In a joint operation, security forces apprehended terrorist Imran Nabi Dar late last night near Janglat Mandi, Anantnag. 1 pistol recovered. He had joined terrorism on 10th May this year: Chinar Corps, Indian Army #JammuandKashmir pic.twitter.com/aUxx3GASNL
— ANI (@ANI) June 18, 2020
সেনা একটি বয়ান জারি করা জানায়, এই মাসের ১০ ,এ জঙ্গির খাতায় নাম লিখিয়েছিল ইমরান নবী ডার। সে হিজবুল মুজাহিদ্দিনে যুক্ত হয়েছিল। পুলিশের এক বরিষ্ঠ আধিকারিক জানান, জঙ্গলাত মণ্ডির হাসপাতালে কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পাওয়া গেছিল। সূচনা পাওয়ার পর সেনার রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফ এবং পুলিশের এসজিও সংযুক্ত অভিযান চালিয়ে ওই নব্য জঙ্গিকে গ্রেফতার করে। ইমরানের থেকে একটি পিস্তল আর কিছু আপত্তিজনক আমগ্রি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ইমরান ডার লালবানী কুলগাঁমের বাসিন্দা। সে ১০ মে থেকে নিখোঁজ ছিল আর পুলিশ তাঁর তল্লশিতে লেগেছিল। কিছুদিন আগে জানা যায় যে, ইমরান হিজবুলে যোগ দিয়েছে। পুলিশ ইমরানকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুলিশ জানাচ্ছে যে, ডারের কাছ থেকে হিজবুল সম্বন্ধিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
আরেকদিকে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় সেনা আর জঙ্গিদের মধ্যে চলা এনকাউন্টারে আজ এক জঙ্গি খতম হয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার পম্পোরী এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া গেছিল। এরপর সেনা গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালায়। উনি জানান, সেনাকে দেখা মাত্র জঙ্গি গুলি চালানো শুরু করে দেয়। আর এরপরই তল্লাশি অভিযান এনকাউন্টারে বদলে যায় আর সেনার গুলিতে খতম হয় এক জঙ্গি।