বাংলাহান্ট ডেস্ক : কলকাতার রাস্তায় এবার দেখা যাবে হো- হো বাস। নামটা খুব অদ্ভুত তাই না? কিন্তু কি এই হো- হো বাসটা জানেন কি? আসলে এই হো হো বাস হল ‘হপ অন হপ অফ’ বাস, যা আসলে একটি পর্যটক বাস। এর আগে লন্ডন, প্যারিস , দুবাই, বার্সেলোনার রাস্তায় দেখা গেছে এই বিশেষ পরিবহন যানটিকে।
তবে এই যান কলকাতার রাস্তায় আগেও চলেছে। পাঁচ বছর আগের দুর্গাপুজোর সময় এই বাস চালু করা হয়েছিল কিন্তু পুজোর পরেই এই বাসের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এই বাসের দ্বারা কলকাতার দ্রষ্টব্য স্থানগুলি পরপর ঘুরে দেখতে পারবেন পর্যটকেরা কোনো রকম ঝামেলা ছাড়াই।
রাজ্যের পরিবহন দপ্তর ও রাজ্যের পর্যটন দফতর এর যৌথ উদ্যোগে এই বিশেষ বাসটি কলকাতার মোট ১৮ টি দ্রষ্টব্য স্থানে যাতায়াত করবে । জানা গিয়েছে, সূচনা কালে প্রাথমিক ভাবে ২০ মিনিট অন্তর মোট তিনটি হোহো বাস চলবে। পরবর্তীতে এই বাসের সংখ্যা আরো বাড়ানো হবে এবং শুধু তাই-ই নয় , কলকাতার গণ্ডি পেরিয়ে এই বাস রাজ্যের আরো ১০০ টি পর্যটন ক্ষেত্রে পৌঁছে যাবে পর্যটকদের নিয়ে। মাত্র ২৫০ টাকায় একজন যাত্রী যেখানে খুশি যতবার খুশি যেতে পারবেন ।
এই বাস চালু হলে এক পর্যটন ক্ষেত্র থেকে আরেক পর্যটন ক্ষেত্রে যেতে আলাদা আলাদা বাস, ট্যাক্সি , অটো খোঁজার মত ঝামেলা এড়ানো যাবে। এমনকি প্রতিটা দ্রষ্টব্য স্থানে লাগানো হবে তার বিশেষ QR code। যা স্ক্যান করলেই সেই অঞ্চলের ইতিহাস জানতে পারবেন বিশদে।