অলিম্পিকে তিনবার স্বর্ণপদক জয়ী টিমের সদস্য মহান হকি খেলোয়াড় বলবীর সিং ICU-তে ভর্তি

বাংলা হান্ট ডেস্কঃ অলিম্পিকে তিনবার স্বর্ণ পদক বিজেতা মহান হকি খেলোয়ার বলবীর সিং সিনিয়রকে (Balbir Singh Sr.) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বলবীর সিং সিনয়র এর নাতি কবীর সিং বলেন, ‘গতকাল বিকেলে আচমকাই ওনার শরীর খারাপ হয়ে জাউ। এখন ওনার শারীরিক অবস্থা অতটা ভালো না। ওনাকে ফর্টিস হাসপাতালে ভর্তি করানো হয়েছে, যেখানে ওনাকে এখন আসিইউতে রাখা হয়েছে।”

Melbourne Olympic Victory Ceremony

৯৫ বছর বয়সী বলবীর সিং গত বছর শ্বাসকষ্টের সমস্যার কারণে অনেক দিন চণ্ডীগড়ের হাসপাতালে ভর্তি ছিলেন। পারিবারিক সুত্র থেকে জানা যায় যে, গত দুই তিন দিন থেকে ওনার শ্বাসকষ্ট হচ্ছিল, আর এর কারণে ওনার শরীরের অন্যান্য অঙ্গেও সমস্যা দেখা দিচ্ছিল। মোটের উপর ওনার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল না।

বলবীর সিং লন্ডন অলিম্পিক (১৯৪৮), হেলসিঙ্কি (১৯৫২) আর মেলবোর্ন অলিম্পিক (১৯৫৬) সালে ভারতকে হকিতে স্বর্ণ পদক পাইয়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হেলসিঙ্কি অলিম্পিকে নেদারল্যান্ডের বিরুদ্ধে ভারত ৬-১ গোলে জিতেছিল। আর সেই ছয় গোলের মধ্যে পাঁচটি উনিই করেছিলেন। আর এই রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর