হোলি উপলক্ষে বাজানো যাবে না এই গানগুলি, রঙের উৎসবের আগে নির্দেশিকা জারি যোগীর

বাংলাহান্ট ডেস্ক: আর মাত্র দু’দিন। তারপরেই গোটা দেশ মেতে উঠবে রঙের উৎসব হোলিতে (Holi 2023)। বৃন্দাবন থেকে বোলপুর, সব জায়গাতেই বাতাসে মিশবে আবিরের রং। কোথাও হবে শ্রীকৃষ্ণের আরাধনা, কোথাও আবার জমিয়ে রং খেলে কবজি ডুবিয়ে চলবে খাওয়া দাওয়া। হোলি উৎসব পালনের অন্যতম পীঠস্থান হল উত্তরপ্রদেশ। তবে সেখানে যাতে সুষ্ঠুভাবে হোলি খেলা হয়, তার খেয়াল রাখতে একাধিক গাইডলাইন জারি করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

রাজ্যবাসীকে অরাজকতার বিরুদ্ধে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, সকল উৎসব এবং তার ধর্মীয় রীতিনীতি পালন করা হবে রাজ্যজুড়ে। কিন্তু কোনওভাবেই অরাজকতা বরদাস্ত করা হবে না। আগামী কয়েক মাসের মধ্যেই রয়েছে হোলিকোৎসব, শব-এ-বারাত, রমজান, নবরোজ, চৈত্র নবরাত্রি, রাম নবমীর মতো উৎসব। এর জন্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশিকা (Holi guidelines 2023) জারি করার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।

yogi adityanath pti

পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে অনলাইনে একটি বৈঠক করেছেন তিনি। সেখানেই এই নির্দেশিকা জারি করার কথা বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী মাসগুলিতে রাজ্যজুড়ে মেলা ও শোভাযাত্রার আয়োজন করা হবে। পুলিশ ও প্রশাসনের দায়িত্ব হল সব কিছু যাতে শান্তিপূর্ণভাবে হয় তা দেখা। যোগী বলেন, “আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। গত ৬ বছর ধরে শান্তি ও সম্প্রীতির সঙ্গেই উৎসব-অনুষ্ঠানগুলি হচ্ছে।” 

holi festival

পাশাপশি, আয়োজকদের অনুমতি দেওয়ার আগে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে তাঁদের থেকে হলফনামাও নেওয়া হবে। অনেকেই আছেন যাঁরা বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে রাজ্যের আবহাওয়া খারাপ করার চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এমন উস্কানিমূলক বক্তব্য কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে প্রশাসন। তিনি আরও জানান, হোলি উপলক্ষে কিছু দুষ্কৃতী হয়তো অযথা অন্যান্য ধর্মের মানুষদের উস্কানোর চেষ্টা করবে। 

প্রশাসনকে সে দিকে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন যোগী। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়তি পুলিশ মোতায়েন করার কথা বলেছেন তিনি। এ দিন তিনি আরও বলেন, হোলির জন্য জারি নির্দেশিকা না মানা হলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, হোলি উপলক্ষে কোনও রকম ‘অশ্লীল গান’ চলানো যাবে না রাজ্যে। কেউ যদি এই নির্দেশ অমান্য করে, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

Subhraroop

সম্পর্কিত খবর