একের পর এক ‘Holiday’! ২০২৫ সালে ছুটির ছক্কা! লম্বা উইকেন্ডের লিস্টটা আগেভাগেই দেখে রাখুন

বাংলাহান্ট ডেস্ক : মোটের উপর ভালো-মন্দ মিলিয়ে ২০২৪ সালের শেষ লগ্নে এসে পৌঁছেছি আমরা। ২০২৫ সাল শুরুর আগে থেকেই আমাদের সবার মধ্যে ছুটি (Holiday) নিয়ে শুরু হয়ে গেছে কৌতূহল। আপনাদের জানিয়ে রাখি ২০২৫ সালে ১২ মাসের মধ্যে ৯ মাসেই রয়েছে সপ্তাহান্তে (Weekend) অন্তত ৩ দিন ঘুরতে বেরিয়ে পড়ার সুযোগ। কখনো কখনো ১ বা ২ দিনের ছুটি (Holiday) নিলেই কেল্লাফতে। একটানা ৩-৪ দিন উপভোগ করতে পারবেন ছুটি।

আজ জেনে নেব ছুটির (Holiday) সেই তালিকাই (List)

• জানুয়ারি : জানুয়ারি মাসে শীতের হালকা রোদ গায়ে মেখে অনায়াসে ঘুরে আসতে পারেন পুরুলিয়া, বাঁকুড়া কিংবা শান্তিনিকেতন থেকে। ১৪ ই জানুয়ারি রয়েছে মকর সংক্রান্তির ছুটি। ১১ ও ১২ তারিখ শনি এবং রবিবার পড়েছে। তাই যদি ১৩ তারিখ ছুটি নিয়ে নেওয়া যায় তাহলে পেয়ে যাবেন একটানা ৪ দিনের ছুটি।

• ফেব্রুয়ারি : ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ছুটি নিলে উপভোগ করা যাবে পাঁচ দিনের ছুটি। ২২-২৩ তারিখ শনি ও রবিবার। শিবরাত্রির ছুটি ২৬ ফেব্রুয়ারি। আপনাকে শুধু ম্যানেজ করতে হবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি।

holiday

• মার্চ : ১৪ মার্চ দোল যাত্রার ছুটি। ১৫ ও ১৬ তারিখ শনি-রবিবার। রঙের উৎসবে আরামে কাটিয়ে আসুন তিন দিনের ছুটি।

• এপ্রিল : ১৮ ই এপ্রিল গুড ফ্রাইডের ছুটি। ১৯-২০ তারিখ শনি এবং রবিবার। তাই এপ্রিল মাসেও থাকছে একটানা তিন দিনের ছুটি উপভোগ করার সুযোগ।

• মে : শ্রমিক দিবস ১ মে বৃহস্পতিবার ছুটি। মাঝে ২ তারিখ ছুটির ম্যানেজ করতে পারলেই মে মাসেও থাকছে একটানা চারদিন ছুটি কাটানোর দারুন সুযোগ।

আরোও পড়ুন : ‘দুর্নীতির গঙ্গাসাগর’! জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ! জামিন মামলায় ‘খেলা’ ঘুরিয়ে দিল ED?

• আগস্ট : ১৫ ই আগস্ট পড়েছে শুক্রবার। তাই ক্যালেন্ডার অনুযায় ী ১৫-১৬-১৭ একটানা তিন দিন থাকছে ছুটি।

• সেপ্টেম্বর : ২০২৫ সালের দুর্গাপুজো পড়েছে সেপ্টেম্বর মাসে। ২৮ সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী। তারপর সপ্তমী-অষ্টমী থাকছে একটানা ছুটি।

• অক্টোবর : ১ এবং ২ তারিখেও থাকছে পুজোর ছুটি। ৩ অক্টোবর ছুটি নিলে শনি ও রবিবার একটানা ছুটি কাটিয়ে উপভোগ করতে পারবেন পুজো।

• নভেম্বর : ৫ তারিখ বুধবার গুরু নানকের জন্মদিন ছুটি। সোমবার ও মঙ্গলবার ছুটি ম্যানেজ করতে পারলে হাতে পাবেন টানা ৫ দিনের অবসর।

• ডিসেম্বর : ২৫ ডিসেম্বর বড়দিন বৃহস্পতিবার। মাঝে শুক্রবার ছুটি নিলে শনি ও রবিবার মিলিয়ে টানা ৪ দিনের ছুটি কাটাতে পারবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর