গরমের ছুটির আগে ফের বন্ধ স্কুল-কলেজ! লক্ষ লক্ষ পড়ুয়াদের জন্য বড় সুখবর

বাংলাহান্ট ডেস্ক : লোকসভা ও বিধানসভা নির্বাচনের দিনগুলিতে রাজ্যের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় ঘোষণা করা হয়েছে স্থানীয় ছুটির। নির্দিষ্ট দিনগুলিতে স্থানীয় ছুটি থাকার কথা ফের একবার জানানো হল রাজ্য সরকারের পক্ষ থেকে। নির্দেশিকা জারি করে বলা হয়েছে, নির্বাচনের দিনগুলিতে ছাত্র-ছাত্রীদের সুরক্ষার জন্য স্কুল-কলেজ বন্ধ রাখা হবে।

এর ফলে ভোট পরিচালনা করা কিছুটা হলেও সুবিধা হবে। সরকারী অফিস, উদ্যোগী সংস্থা, কর্পোরেশন, বোর্ড, সংবিধিবদ্ধ ও স্থানীয় সংস্থাও নির্বাচনের দিন স্থানীয়ভাবে ছুটি থাকবে। প্রতিটি কর্মচারী যাতে ঠিকমতো ভোট দিতে পারেন সেই জন্য এই উদ্যোগ।নির্বাচনের দিন সংশ্লিষ্ট লোকসভা ও বিধানসভা কেন্দ্রের চা বাগান সহ অন্যান্য অফিস, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। 

আরোও পড়ুন : ‘মমতার’ কোচিং সেন্টারের জয়জয়কার! ৭ জন ক্র্যাক করলেন UPSC, দেখুন কার কত ব়্যাঙ্ক হল

সংশ্লিষ্ট সংসদীয় বা বিধানসভা কেন্দ্রের বাইরে যদি কর্মচারী কাজ করেন এবং কর্মক্ষেত্রে ভোটগ্রহণের দিন ছুটি হিসেবে ঘোষণা করা না হয়, তাহলে ওই কর্মীকে বিশেষ ছুটি দেওয়া হবে ভোট প্রদানের জন্য। ভোট গ্রহণের আগের দিন ছুটি হিসেবে ঘোষণা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজ্য সরকারি অফিসগুলিকে।

holiday

এছাড়াও নির্দেশ দিয়ে বলা হয়েছে যদি ভোট গ্রহণ প্রক্রিয়া গভীর রাত পর্যন্ত চলে এবং পরের দিন অফিসে আসতে সমস্যা হয় তাহলে সেই দিনটি বিশেষ ছুটি হিসেবে ঘোষণা করতে হবে। ১৯, ২৬ এপ্রিল, ৭, ১৩, ২০, ২৫ মে এবং ১ জুন মোট সাত দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে। ৭ মে (ভগবানগোলা) ও ১ জুন (বরানগর) দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর