অস্কারজয়ী অভিনেতাকে বিশেষ পুরস্কার! সত্যজিৎ রায় সম্মাননা পাচ্ছেন হলিউড অভিনেতা মাইকেল ডগলাস

বাংলা হান্ট ডেস্ক : শুক্রবারই সামনে এল বড় খবর। আসন্ন ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায়  লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (Satyajit Ray Lifetime Achievement Award) পাচ্ছেন মাইকেল ডগলাস (Michael Douglas)। সূত্রের খবর, গোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে এই চলচ্চিত্র উৎসব। আর সেই অনুষ্ঠানেই মাইকেল ডগলাসের হাতে তুলে দেওয়া হবে এই বিশেষ পুরস্কার। এইদিন এই খবরটি জানিয়েছেন, কেন্দ্রের ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মন্ত্রী অনুরাগ ঠাকুর।

এইদিন ভারতের প্রতি ডগলাসের ভালোবাসার কথাও জানিয়েছেন মন্ত্রী অনুরাগ ঠাকুর। ডগলাস নিজেও জানিয়েছেন তার ভারত প্রেমের কথা। তিনি বলেন, ভারত থেকে সবসময়ই ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন তিনি। আর তাই তিনি বারবার এই দেশে আসতে চান। উল্লেখ্য, ডগলাসকে দেখা গেছে,বেসিক ইনস্টিঙ্কট সহ অস্কার জয়ী ছবি ওয়ান ফ্লিউ ওভার দ্য কাক্কু, ওয়াল স্ট্রিট-র মত ছবিতে।

অনুরাগ ঠাকুর এইদিন টুইটারে (অধুনা এক্স) টুইট করে লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এবারের সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা এবং প্রযোজক মাইকেল ডগলাস। আগামী ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁকে এই পুরস্কার দেওয়া হবে।’

আরও পড়ুন : মহালয়ায় মহা ধামাকা, দেব-সৃজার সঙ্গে ব়্যাম্প ওয়াকে মাতলেন সৌরভ! ভাইরাল ভিডিও

জানিয়ে দিই, মাইকেল ডগলাসের আগে এই পুরস্কার পেয়েছেন লতা মঙ্গেশকর, দিলীপ কুমারের মত একাধিক কিংবদন্তি তারকারা। আর এবার সেই জুতোয় পা গলালেন মাইকেল ডগলাসও। ১৯৬৬ সালে কেরিয়ার শুরু করা মাইকেল ডগলাস তার দীর্ঘ কেরিয়ারে ৬৩ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। ‘ওয়াল স্ট্রিট’ ছবির সৌজন্যে সেরা অভিনেতা হিসেবে অস্কারও জিতে নিয়েছেন একবার।

আরও পড়ুন : ‘সবুজ আমায় প্রভাবিত…’, রাজনীতিতে মিঠাই? সৌমিতৃষার পোস্ট ঘিরে জল্পনা নেটপাড়ায়

carlos saura 1024x768

এছাড়াও আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট লাইফটাইম অ্যাওয়ার্ড পেয়েছেন ২০০৯ সালে। এছাড়াও , গোল্ডেন গ্লোব, এমি অ্যাওয়ার্ডসের জন্য একাধিকবার মনোনীত হয়েছে মাইকেল ডগলাসের নাম। বেশ কয়েকবার পুরস্কারও পেয়েছেন অভিনেতা। আর এবার অভিনেতা পেয়ে যাচ্ছেন সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর