মাদার টেরেসার জীবনকাহিনি নিয়ে ছবি, হলিউডের শুটিং হবে উত্তর কলকাতায়!

বাংলাহান্ট ডেস্ক: মাদার টেরেসার (mother teresa) জীবন কাহিনি অবলম্বনে তৈরি হতে চলেছে হলিউড (hollywood) ছবি, ‘টেরেসা অ্যান্ড কবিতা’। সেই ছবিরই শুটিংয়ের জন‍্য বেছে নেওয়া হল উত্তর কলকাতাকে। নিউ মার্কেট, গিরিশ পার্ক, শ‍্যামপুকুর, নর্থ পোর্টের মতো জায়গায় হবে ছবির শুটিং।

একটা লম্বা সময় কলকাতায় কাটিয়েছিলেন মাদার টেরেসা। নিজের জীবন ব্রতী করেছিলেন মানুষের সেবায়। একে একে তৈরি করেছিলেন নানান হোম, হাসপাতাল। মাদারের জীবনের সেই সময়টাই কলকাতায় শুটিংয়ের মাধ‍্যমে উঠে আসবে ছবিতে। মাদারের জীবনকাহিনি জেনে যাতে মানুষ উদ্বুদ্ধ হয়, অনুপ্রেরণা পায় তারই উদ্দেশ‍্যে তৈরি হচ্ছে এই ছবি।

KT Test Flyer 2020.08.29 7 3 82c2af6d
আগামীকাল, ১৯ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ‘টেরেসা অ্যান্ড কবিতা’র শুটিং। জানা যাচ্ছে, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত কলকাতায় হবে শুটিং। ছবিতে মাদার টেরেসার ভূমিকায় অভিনয় করছেন জ‍্যাকলিন ফ্রিতসাচি করনাজ। এছাড়াও ছবিতে দেখা যাবে ‘অক্টোবর’ খ‍্যাত বনিতা সান্ধু, দীপ্তি নাভালকেও। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন কমল মুসালে।

এর আগে বনিতা জানান, টেরেসা অ্যান্ড কবিতার জন‍্য তিনি বেহালা বাজানো শিখছেন। লকডাউনে ইংল‍্যান্ডে মা বাবার সঙ্গে দেখা করতে গিয়ে সেখানেই আটকে পড়েন তিনি। অভিনেত্রী জানান, লকডাউনের আগেই এই ছবির জন‍্য শুটিং করছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই লকডাউনের কারণে বন্ধ করতে হয় ছবির শুটিং।

কলকাতা ছাড়া লন্ডনেও হবে ছবির শুটি। এই ছবির জন‍্যই তাঁকে বেহালা বাজানো শিখতে হচ্ছে বলে জানান বনিতা। সেই সঙ্গে পিয়ানো বাজানোর ফের শুরু করেছেন বলেও জানিয়েছিলেন অভিনেত্রী। এর পর বলিউডে ‘উধম সিং’ ছবিতে দেখা যাবে বনিতাকে। ফেব্রুয়ারিতেই শেষ হয়ে গিয়েছে ছবির শুটিং। তবে এখনো ছবির মুক্তির তারিখ জানানো হয়নি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর