বদলাবে ১৩ বছরের ইতিহাস! পরের মরশুমেই MI ছাড়বেন রোহিত? ভবিষ্যদ্বাণী প্রাক্তন তারকা পেসারের

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League) প্রায় অন্তিম পর্যায় এসে পৌঁছেছে। এই মরশুমের IPL অবিশ্বাস্য ব্যাটিং থেকে শুরু করে খেলোয়াড়দের বিভিন্ন সব ঘটনার কারণে বারংবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এদিকে, সবথেকে আলোচিত বিষয়টি মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সাথে সম্পর্কিত ছিল। কারণ, এই বছর রোহিত শর্মাকে (Rohit Sharma) অধিনায়ক পদ থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দলের অধিনায়ক করা হয়।

যদিও, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই এই মরশুমে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এমতাবস্থায়, পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আক্রম (Wasim Akram) বড় ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি জানিয়েছেন যে, রোহিত শর্মা এবার মুম্বাই ছাড়তে পারেন।

Will Rohit Sharma leave MI next season? Prediction of former star pacer.

সমালোচনার মুখে পড়েন হার্দিক: মুম্বইয়ের অধিনায়কত্ব পাওয়ার পর একাধিক সমালোচনার মুখে পড়তে হয়েছে হার্দিক পান্ডিয়াকে। এদিকে, দলের টানা পরাজয়ের কারণে হার্দিকের ওপর আরও রেগে যান সমর্থকেরা। শুধু তাই নয়, দলকে ৫ বার ট্রফি জেতানো রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেওয়ার কথাও বলতে কসুর করেননি ভক্তরা। এবার পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আক্রমও রোহিত শর্মার মুম্বাই ছাড়ার সম্ভাবনা প্রকাশ করেছেন। ওয়াসিম আক্রমের মতে, রোহিত শর্মা আগামী মরশুমে হয়তো মুম্বাই ইন্ডিয়ান্সের অংশ হবেন না।

আরও পড়ুন: ফিরছে নস্টালজিয়া! ফের লঞ্চ হচ্ছে Nokia-র ২৫ বছরের পুরনো ফোন, রয়েছে 4G সহ দুর্দান্ত সব ফিচার্স

কি জানিয়েছেন ওয়াসিম আক্রম: Sportskeeda-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ওয়াসিম আক্রম জানিয়েছেন, “আমার মনে হয় রোহিত শর্মা আগামী মরশুমে মুম্বাইয়ের সঙ্গে থাকবে না। আমি তাকে কলকাতা দলে দেখতে চাই। কল্পনা করুন রোহিত সেখানে ইনিংস শুরু করবে। গৌতম গম্ভীর মেন্টর এবং শ্রেয়স আইয়ার ক্যাপ্টেন, এইভাবে খুব ভালো ব্যাটিং লাইনআপ থাকবে। রোহিত ইডেন গার্ডেন্সের মাঠে দুর্দান্ত ব্যাট করে। যদিও সে যেকোনও উইকেটে ভালো ব্যাটিং করে। সে এতটাই দুর্দান্ত খেলোয়াড়। আমি তাকে KKR-এ দেখতে চাই।”

আরও পড়ুন: Google Pay থেকে সম্পূর্ণ আলাদা! ভারতে লঞ্চ হল Google Wallet, সহজেই করা যাবে এই কাজগুলি

প্লে-অফ থেকে ছিটকে গেল মুম্বই: হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স এবারের IPL-এ অত্যন্ত খারাপ পারফরম্যান্স প্রদর্শন করেছে। ১২ টি ম্যাচে মাত্র ৪ টি জয় পেয়েছে দলটি। যার কারণে পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এখন দেখার বিষয় যে IPL ২০২৫-এর জন্য মেগা নিলামে মুম্বাই দলে ঠিক কি কি পরিবর্তন করে!

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর