এবার হলিউড ছবির রিমেকে পর্দায় ফিরছে থ্রি ইডিয়টস জুটির ম্যাজিক

 

বাংলা হান্ট ডেস্ক: এবার পর্দায় ফিরছে আমির – কারিনা ম্যাজিক।থ্রি ইডিয়টস-এ দুজনের রোমান্স জমেছিল। থ্রি ইডিয়টস কে মোটেও রোমান্টিক সিনেমা বলা চলে না ,তবে আমির-করিনার কেমিস্ট্রি গল্পে আলাদা একটা মাত্রা যোগ করেছিল যা দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। এবার আরও একবার পর্দায় আসছে এই জুটি। আগেই জানা গিয়েছিল, হলিউডের বিখ্যাত ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক করছেন আমির খান। ছবির নাম ‘লাল সিং চাড্ডা’। এবার প্রকাশ্যে এল আমিরের নায়িকার নাম।

 

জানা যাচ্ছে, করিনা কাপুর এই ছবিতে অভিনয় করতে রাজি হলেন।ব্যস্ততা সত্বেও তিনি কিছুদিন আগেই মুম্বই ফিরেছিলেন একটি টিভি শো-র শ্যুটিং-এর জন্য। তারপর ফের লন্ডন উড়ে যান যেখানে করিনার পরবর্তী ছবি ‘আংরেজি মিডিয়াম’-এর শ্যুটিং চলছে।এই নিয়ে তৃতীয়বার আমির ও করিনা একসঙ্গে কোনও ছবিতে অভিনয় করতে চলেছেন। এর আগে তাঁদের দেখা গিয়েছিল ‘থ্রি ইডিয়টস’ ও ‘তালাশ: দ্য আন্সার লাইস উইদিন’ ছবিতে।

7bdd3 img 20190622 wa0007

এই প্রসঙ্গে বলা যায়,১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফরেস্ট গাম্প’ ছবিতে অভিনেতা টম হ্যাঙ্কস যে চরিত্রে অভিনয় করেছিলেন আমিরও অভিনয় করবেন সেই একই চরিত্রে। ‘ফরেস্ট গাম্প’ ছবিটির পরিচালনা করেছিলেন রবার্ট জেমেকিস। আমির অভিনীত হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’-র পরিচালনার দায়িত্বে আছেন আদভেট চন্দন।

এই ছবিতে এই জুটি কতটা দর্শকদের মুগ্ধ করতে পারে তা জানা এখন সময়ের অপেক্ষা।

সম্পর্কিত খবর