সমস্যা সমাধানে দারুণ কার্যকারী বিশেষ এই গাছ, দেরী না করে আজই লাগান আপনার বাড়িতে

বাংলাহান্ট ডেস্কঃ তুলসী গাছ (Holy Basil) প্রায় সব বাড়িতেই দেখা যায়। একাধারে এটি যেমন পুজোয় ব্যবহৃত উপাদন, তেমনই কিন্তু সর্দি কাশিতে দারুণ উপশমকারী তুলসী পাতা। তেমনই আবার শাস্ত্র বলছে, বাড়িতে তুলসী গাছ থাকলে, নানা সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।

3822 16056 tulasi www indianherbalguru com 2

যেমন-

তুলসী গাছ ঘরে রাখলে সংসারে সুখ শান্তি আসে, আর্থিক স্বচ্ছলতা দেখা দেয়।

ঘরে বসে দুর্ঘটনা রোধ করে তুলসী গাছ।

ঝামেলার আগাম সতর্কতা দেয় তুলসী গাছ।

tulsi tree

রোগের বিরুদ্ধে উপশমকারী হল তুলসী গাছ।

বাড়ির উত্তর, উত্তর-পূর্ব বা পূর্ব দিকে তুলসী গাছ লাগালে, ইতিবাচক শক্তি ডেকে আনে।

রবিবার, একাদশী ও সূর্য ও চন্দ্রগ্রহণের সময় তুলসী গাছে জল দিতে নেই।

সূর্য অস্ত যাবার পর, রবিবার, একাদশী ও সূর্য ও চন্দ্রগ্রহণের দিনে তুলসী পাতা তুলতে নেই।

কখনই শুকনো তুলসী গাছ বাড়িতে রাখতে নেই।

pic 22

রবিবার ছাড়া অন্য যে কোন দিন তুলসী গাছের নিচে কাঁচা দুধ এবং একটি ঘি-এর প্রদীপ জ্বালিয়ে রাখলে, সংসারে লক্ষ্মীদেবী বাস করবেন।

Smita Hari

সম্পর্কিত খবর