বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) সোমবার বিসিসিআই (BCCI) এর সভাপতি নিযুক্তিতে ওনার ভূমিকার কথা অস্বীকার করেছেন। একটি দৈনিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, বিসিসিআই এর সভাপতি পদ নিয়ে সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) সাথে কোন চুক্তি হয়নি। অমিত শাহ বলেন, ‘বিসিসিআই এর পরবর্তী সভাপতি কে হবে, সেটা নিয়ে আমি কোন সিদ্ধান্ত নিইনি।” কিছুদিন আগে অমিত শাহ আর সৌরভ গাঙ্গুলির সাক্ষাৎ নিয়ে উনি বলেন, ‘উনি আমার সাথে দেখা করতে আসতেই পারেন। আমি অনেকদিন ক্রিকেটের সাথে যুক্ত ছিলাম। সৌরভ গাঙ্গুলির সাথে সাক্ষাৎ করা নিয়ে আমার কোন সমস্যা নেই।”
যখন ওনাকে জিজ্ঞাসা করা হয় যে, সৌরভ গাঙ্গুলি আর ওনার মধ্যে কোন সমঝোতা হয়েছে কিনা, আর ওনাকে বিসিসিআই এ পদ দেওয়ার মুখ্য কারণ পশ্চিমবঙ্গে ২০২১ এ ওনাকে বিজেপির মুখ করা হবে কিনা? সেটা নিয়ে অমিত শাহ বলেন, আমাদের মধ্যে কোন রকম চুক্তি হয়নি। যারা এটা রটাচ্ছে, তাঁরা সৌরভ গাঙ্গুলির অপমান করছে। অমিত শাহকে যখন জিজ্ঞাসা করা হয় যে, বাংলায় বিজেপির বড় মুখ হিসেবে কি সৌরভ গাঙ্গুলিকে নামান হচ্ছে? তখন অমিত শাহ জবাব দেন, বাংলায় কোন বড় মুখের দরকার নেই, কোন বড় মুখ ছাড়াই আমরা বাংলায় ১৮ টি আসন দখল করেছি, আর মাত্র কিছু ভোটের জন্য কয়েকটি আসন হারিয়েছি। আমরা বাংলায় কোন বড় মুখের সন্ধানে নেই, আমরা কোন একজন ছাড়াও সেখানে অনায়াসে নির্বাচন জিততে পারব।
সৌরভ গাঙ্গুলির বিজেপিত যোগ দেওয়ার প্রশ্নে অমিত শাহ বলেন, যদি উনি বিজেপিতে যোগ দিতে চান, তাহলে ওনাকে স্বাগত জানাই। যদি উনি এটা করেন, তাহলে খুবই ভালো। কিন্তু এরকম কোন চুক্তি নেই। উনি আরও বলেন, ‘আমি দেশের প্রতিটি নাগরিককে বলতে চাই যে, বিজেপি একটি ভালো দল, আর এটা জানানো আমার কর্তব্য।”