বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জানুন কোথায় কোথায় সভা করবেন অমিত শাহ

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। পাশাপাশি বছর ঘুরলেই লোকসভা নির্বাচনও। সেইমত কোমর বেঁধে জয়ের লক্ষ্যে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। তুঙ্গে প্রস্তুতি। এই আবহেই এবার বাংলায় ( West Bengal) আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। বঙ্গ বিজেপির (Bengal BJP) ডাকে সাড়া দিয়ে আগামী ১১ ফেব্রুয়ারি রাতে রাজ্যে পা রাখবেন কেন্দ্রীয় মন্ত্রী। পরদিন অর্থাৎ ১২ তারিখ সকালে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি জনসভায় উপস্থিত হবেন বলে বিজেপি সূত্রে খবর।

তবে তাৎপর্যপূর্ণভাবে, সেদিনই অনুব্রতর গড় বীরভূমে প্রথম সভা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রসঙ্গত, চলতি সপ্তাহেই সেখানে প্রশাসনিক সভায় গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই কেন্দ্রের সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। তার পাল্টা দিতেই কী প্রথম সভা বীরভূমে? জোর গুঞ্জন রাজনৈতিক মহলে।

আর কোথায় যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?‌ ১২ ফেব্রুয়ারি সকাল ১১টায় সিউড়িতে বক্তব্য রাখবেন তিনি। সেদিনই দুপুরেই সভা করবেন আরামবাগেও। জানা গিয়েছে এদিন সভা শেষে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন শাহ। এরপর সন্ধ্যায় কলকাতায় ফিরবেন। সেদিন রাতের বিমানে ফের পাড়ি দেবেন দিল্লির উদ্দেশ্যে।

bjp flag

প্রসঙ্গত, কিছুদিন আগেই বাংলায় এসেছিলেন জেপি বিজেপির নড্ডা ঘুরে। এবার হাজির অমিত শাহ। নির্বাচন পূর্বে বহুদিন থেকেই শাহী বঙ্গ সফর চাইছিলেন বাংলার গেরুয়া নেতৃত্বরা। সূত্রের খবর, তাঁরা নাকি এনিয়ে দিল্লিতে দরবারও করেছিলেন। এবার সেই ডাকে সাড়া দিয়েই স্বরাষ্ট্র মন্ত্রীর এই বঙ্গ সফর বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর