ভোট পরবর্তী হিংসাত্মক পরিস্থিতি দেখতে আজই রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদল

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আজই রাজ্যে আসছে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদল। ভোটের পরই উত্তপ্ত হয়ে পড়েছে বাংলা (west bengal)। চারিদিকে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক হিংসার আগুন। শাসক দল এবং বিরোধী দলের বহু কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছেন। বিজেপির দাবি, তাঁদের কর্মী সমর্থকদের মারধর করে তাঁদের ঘর বাড়ি ভেঙে জ্বালিয়ে দিচ্ছে তৃণমূল শিবির।

ইতিমধ্যেই রাজ্যের কাছে এই ভোট পরবর্তী হিংসার রিপোর্ট চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে রাজ্য সরকারের রিপোর্ট দিতে দেরী হওয়ায়, আবারও কড়া চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গিয়েছে, সেখানে বলা আছে- বেশি সময় নষ্ট না করে ভোট পরবর্তীতে এই হিংসার আগুন বন্ধ করুন। দ্রুত পদক্ষেপ নিন এই বিষয়ে। দ্রুতই এই বিষয়ে রিপোর্ট না পাঠালে, বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখা হবে।

সূত্রের খবর, বাংলার এই উত্তেজনার পরিস্থিতি খতিয়ে দেখতে আজই রাজ্যে আসছে  স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদল। চার সদস্যের এই দল কিছু সময়ের মধ্যেই পা রাখবে বাংলায়। রাজ্যের উত্তেজনার পরিস্থিতির রিপোর্ট নিয়ে গিয়ে দিল্লীতে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জমা দেবে এই দল। এই দলের নেতৃত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব।

X