বাংলাহান্ট ডেস্কঃ স্বরাষ্ট্র মন্ত্রকের (Department of Home) তরফ থেকে এক নতুন আইন জারী করা হয়েছে। দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim), মাসুদ আজহার, জাকির-উর-রেহমান এবং Hafiz Saeedকে নতুন ইউএপিএ (UAPA) আইনের আওতায় সন্ত্রাসী হিসাবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আরও ৯ জন খালস্তানি সমর্থককে UAPA-এর অধীনে সন্ত্রাসবাদী হিসাবে চিহ্নিত করা হয়েছে।
ইউএপিএর নতুন আইনে বলা হয়েছে, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে যেসকল ব্যক্তি সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত, তাঁদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। সেই কারণে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ৪৪ জন কর্মকর্তার একটি বিশেষ দল গঠন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, সংসদের ৪৪ জন কর্মকর্তা জাতিসংঘের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সন্ত্রাসী ঘোষিতদের একটি তালিকা প্রস্তুত করবেন। সেই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যগুলিতে পাঠাবে। পাশাপাশি নতুন ইউএপিএ আইনের আওতায় ঘোষণা করা হয়েছে, সন্ত্রাসীদের মানের তালিকা তৈরির সাথেই স্বরাষ্ট্র মন্ত্রক সন্ত্রাসীদের সম্পত্তিও বাজেয়াপ্ত করবে।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সূত্রে আরও জানানো হয়েছে, এই দলে গোয়েন্দা ব্যুরো, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স, আরবিআই, স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রনালয়, সেবিআই, রাজ্যের এটিএস, সিআইডি অফ স্টেটস এবং অন্যান্য বিভাগের ব্যক্তিরাও অন্তর্ভূক্ত থাকবে। এই দল সন্ত্রাসে জড়িত বা সন্ত্রাসবাদী ব্যক্তিদের উপর সর্বদা নজর রাখবে।