রাজ্যের বিরুদ্ধে বিরাট অভিযোগ! এবার হাইকোর্টে হাজিরা দিলেন স্বরাষ্ট্রসচিব! কোন মামলায়?

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই মতো বৃহস্পতিবার উচ্চ আদালতে হাজিরা দিলেন তিনি। চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, তার প্রতি অবহেলার অভিযোগ উঠেছিল রাজ্যের (Government of West Bengal) বিরুদ্ধে। অভিযোগ ওঠে, দিনের পর দিন সেই কমিটিতে নিয়োগ হচ্ছে না। সেই সূত্রেই স্বরাষ্ট্রসচিবকে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি। সেই নির্দেশ মেনে আজ উচ্চ আদালতে হাজিরা দিলেন নন্দিনী।

ভার্চুয়ালি হাইকোর্টে (Calcutta High Court) হাজিরা নন্দিনীর

চিটফান্ড কাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটি বিশেষ কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল। সেই কমিটির প্রতি রাজ্যের ক্রমাগত অবহেলার অভিযোগে উচ্চ আদালতে মামলা দায়ের হয়। দিনের পর দিন ওই কমিটিতে নিয়োগ না হওয়ার অভিযোগ ওঠে। কেন এত অবহেলা? কেন এমন পরিস্থিতি? এই প্রশ্ন তুলে স্বরাষ্ট্রসচিবকে হাজিরার নির্দেশ দেন বিচারপতি বাগচি। সেই অনুযায়ী আজ ভার্চুয়ালি হাজিরা দেন নন্দিনী চক্রবর্তী।

হাইকোর্টের প্রশ্নের উত্তর দিতে এদিন হাজিরা দেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী। রাজ্যের তরফ থেকে রিপোর্ট দিয়ে জানানো হয়, ৬টি শূন্যপদ পূরণ হয়েছে। চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠিত ওই কমিটিতে দ্রুত নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি বাগচি।

আরও পড়ুনঃ ডিভোর্স মামলায় শোভনের হয়ে সওয়াল কল্যাণের! তাহলে কি…? ছাব্বিশের ভোটের আগেই জোর জল্পনা

জানা যাচ্ছে, বিচারপতি (Justice Joymalya Bagchi) এদিন জিজ্ঞেস করেন, নিয়োগ করলে কীভাবে চলবে? একইসঙ্গে উল্লেখ করেন, ডেটা এন্ট্রি অপারেটর এবং স্টেনোগ্রাফার পদে নিয়োগ ভীষণ জরুরি। এদিকে মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন, নোডাল অফিসার হিসেবেও কাউকে নিয়োগ করা হয়নি। এজি জানান, ‘আমরা দ্রুত নিয়োগ করছি’।

Calcutta High Court

হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বলেন, কাজের প্রতিফলন যাতে দেখা যায় সেই কারণে রাজ্য়ের স্বরাষ্ট্রসচিবকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কোন কোন শূন্যপদে নিয়োগ হল, সেটা মামলার পরবর্তী শুনানিতে আদালতকে জানাবে রাজ্য।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর