বাংলাহান্ট ডেস্ক : ঘুরতে যাওয়া মানুষের নেশা।পাহাড়ে কিংবা সমুদ্র, জঙ্গল কিংবা কোন ঐতিহাসিক স্থান , যেখানেই পর্যটকদের ভিড় সেখানে পর্যটকদের থাকার জন্য ব্যবস্থাও হতে হবে পর্যাপ্ত ও পর্যটকদের মনোমতো। ইদানিংকালে পর্যটকদের হোম স্টে তে থাকার প্রতি ঝোঁক ঊর্ধ্বমুখী। আবার যেখানে হাসপাতাল রয়েছে সেইসব অঞ্চলেও মানুষ হোমস্টেতে থাকায় থাকতেই বেশী পছন্দ করছে। আর এইসব দিকে নজর রেখেই প্রকাশিত হলো গাইডলাইন। এবার পর্যটকদের জন্য কলকাতাতেও তৈরি হবে হোম স্টে।
সম্প্রতি কলকাতা পৌর নিগম ও কলকাতা পর্যটন দফতর এক বৈঠকে বসেছিলেন। এই বৈঠকের পরেই তাদের উদ্যোগে প্রকাশ করা হয়েছে গাইডলাইন যা থেকে জানা গেছে কলকাতায় তৈরি হতে চলেছে পর্যটকদের জন্য হোমস্টে এর ব্যবস্থা। এমনকি যারা বাড়ি ভাড়া দেন তাদেরকে হোমস্টের মালিক হিসেবে দেওয়া হবে আলাদা করে ট্রেনিং ।
কলকাতায় হোমস্টে তৈরি করা হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশাবাদী রাজ্য সরকার। প্রকাশিত গাইডলাইনের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে হোমস্টে তৈরি করতে দায়িত্ব দেওয়া হবে পুরসভার কাউন্সিলরদের।
কেউ নিজের বাড়িতে বা ফ্ল্যাটে হোমস্টে চালু করতে চাইলে কি কি করতে হবে সে বিষয়ে একটি গাইডলাইন দেওয়া হয়েছে। আসুন এক নজরে দেখে নেয়া যাক সেই গাইডলাইনে কি বলা হয়েছে।
১. যদি কেউ নিজের বাড়িতে হোমস্টে তৈরি করতে চায় তাহলে তাকে সরাসরি যোগাযোগ করতে হবে কলকাতা পৌরসভার সাথে।
২. নাম নথিভুক্ত করার আগে সরকারি কর্মচারীরা সেই হোমস্টে পরিদর্শন করবেন এবং সেটি হোমস্টে গড়ার পক্ষে উপযুক্ত কিনা তা যাচাই করবেন।
৩. ন্যূনতম একটি এবং সর্বোচ্চ ছটি ঘর থাকলে তবে সেটিকে হোমস্টে হিসেবে পরিগণিত করা হবে।
৪. হোমস্টেতে শৌচাগার ও এসি থাকা বাধ্যতামূলক। পশ্চিমী স্টাইলে করা শৌচাগার অগ্রাধিকার পাবে। পাশাপাশি হোমস্টের মালিকের পরিবারের একজনকে সবসময়য়ের জন্য থাকতে হবে সেখানে।
৫.পৌরসভায় জানানো হলে সেখান থেকে সেই বাড়িগুলিকে চিহ্নিত করে নথিভুক্ত করা হবে।
৬. হোমস্টে সম্পূর্ণভাবে চালু হলে কলকাতা পৌরসভা ও পর্যটন দপ্তরের ওয়েবসাইটে সেই হোমস্টের ঠিকানা ও শেষ তার সম্বন্ধে যাবতীয় তথ্য পাওয়া যাবে ।
৭.ওয়েবসাইটে দেওয়া থাকবে হোমস্টের মালিকদের ফোন নাম্বার।
৮. সরকারিভাবে প্রত্যেকটি হোমস্টেতে কাজ করবে বহু মানুষ।
৯.রাজ্য সরকার এই হোমস্টে তৈরীর ব্যাপারে রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান হবে বলে আশাবাদী।
সমস্ত হোমস্টের মালিকদের অতিথি অভ্যর্থনার ব্যাপারে সঠিক ভাবে প্রশিক্ষণ দেয়া হবে।