বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গেছে পুজো। প্রেমিকাকে বাইকের পিছনে বসিয়ে পুজো পরিক্রমা করতে কে না চায় ! কিন্তু তার জন্য যদি মাশুল দিতে হয় ৫৫ হাজার টাকা? কী? ভাবছেন তো, এত টাকা লাগে নাকি! কিন্তু ঠিক এমনটাই ঘটেছে মহারাষ্ট্রের থানেতে। এক হণ্ডা এক্টিভা বাইকের মালিককে তার বাইকের ট্যাংক ফুল করতে খরচ করতে হয়েছে ৫৫ হাজার টাকা।
পেট্রোল ডিজেলের দামও এখন ঊর্ধ্বমুখী, বলা যেতে পারে প্রায় আকাশছোঁয়া। আর এই আকাশছোঁয়া দামের সাথে পাল্লা দিতে মাথার ঘাম পায়ে পড়ার জোগাড় হয়েছে বাইক, গাড়ি চালকদের। কিন্তু তাই বলে এত! কী কারণে দিতে হল এত টাকা ওই হন্ডা মালিককে?
সেদিন ওই ব্যক্তি পেট্রোল পাম্পে গেছিলেন ৫৫০ টাকার পেট্রোল ভরাতে। এখন পেট্রোল পাম্পে অনলাইনে সুবিধা থাকায় ব্যক্তি পেট্রোল ভরানোর পর অনলাইনে পেমেন্ট করেন। আর এর পরেই ঘটে যায় বিপত্তি। ব্যক্তি দেখেন তার ব্যাংক থেকে ৫৫০ টাকার পরিবর্তে কেটে নেওয়া হয়েছে ৫৫ হাজার টাকা। সংবাদ মাধ্যম সূত্রে খবর, মহারাষ্ট্রের সেই পেট্রোল পাম্পটির একটি কর্মী নিয়ে ৫৫০ টাকার বার কোড জেনারেট করার পরিবর্তে ৫৫ হাজার টাকার বার কোড জেনারেট করে ফেলেছিলেন। আর তার জেরেই ঘটে যায় এই ঘটনা।
তবে এই ঘটনা নিয়ে বচসা তৈরি হওয়ার আগেই তড়িঘড়ির সেই পাম্প কর্মীটি অতিরিক্ত অর্থ ফেরত পাঠিয়ে দেন ওই ব্যক্তির ব্যাংকে। একটি ছোট্ট ভুলের কারণে ঘটে যাচ্ছিল একটি বৃহৎ সমস্যা। আদপে আর একটু মনোযোগী হলেই এবং অনলাইন পেমেন্টের দিকে একটু ঠিকঠাক নজর রাখলেই এই সমস্ত সমস্যাকে এড়ানো যায়। তবে কিছু ক্ষেত্রে নেটওয়ার্কের সমস্যা ও ব্যাংকের সার্ভার জনিত সমস্যার কারণে ও এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন গ্রাহকেরা।
অপরদিকে বিশ্ববাজারে পেট্রোল ডিজেলের দাম বর্তমানে একটু কমে যাওয়া সত্ত্বেও ভারতে পেট্রোল-ডিজেলের দাম যেই শিখরে ছিল সেখানেই রয়ে গেছে। দেশের কিছু কিছু জায়গায় জ্বালানির দাম ১০০ এর উপরেও চলে গেছে। সম্প্রতিক একটি রিপোর্টে পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে ক্লোরাইলের দাম প্রতি ব্যারেলে কমেছে নব্বই মার্কিন ডলার। চলতি বছর গত ফ্রেব্রুয়ারীর পর এই প্রথম এতটা দাম কমেছে ।