বাংলাহান্ট ডেস্ক : হোন্ডা ২০৫০ সালের মধ্যে কার্বন নিউট্রালের হওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। জাপানি এই টু হুইলার সংস্থাটি এই প্রকল্পের অধীনে ২০২৫ সালের মধ্যে দশটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার ভাবনাচিন্তা শুরু করেছে। ইতিমধ্যেই বেশ কিছু নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে এনেও ফেলেছে তারা। মূলত এন্ট্রি লেভেল বাজার ধরতে হোন্ডা এই স্কুটারগুলো লঞ্চ করেছে।
সদ্য লঞ্চ হওয়া হোন্ডার এই ইলেকট্রিক স্কুটি গুলোর মধ্যে রয়েছে Cub e, Dax e, এবং Zoomer e। স্কুটিগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এগুলি অনায়াসের সরু রাস্তা বা গলির মধ্যে চলাচল করতে পারে। এছাড়াও ছোটখাটো কাজের জন্য আপনি অনায়াসে এই স্কুটিগুলির উপর ভরসা রাখতে পারেন।
সবথেকে মন ভালো করে দেওয়া খবর হল এই স্কুটিগুলি চালাতে দরকার হবে না কোন ড্রাইভিং লাইসেন্সের। স্কুটিগুলিতে সর্বোচ্চ গতি থাকবে 24kmph। অন্যান্য স্কুটারে তুলনায় এই স্কুটিগুলিতে রেঞ্জ খানিকটা কম হবে। রেঞ্জ কম হলেও এতে রয়েছে ফাস্ট চার্জিং ও বাটারি সোয়াপিংয়ের বৈশিষ্ট্য। কোন কারনে ব্যাটারির কাজ না করলে এতে প্যাডেল সাপোর্ট পাওয়া যাবে।
তবে সংস্থা এখনো নিশ্চিত করেনি যে Cub e, Dax e, এবং Zoomer e ভারতে লঞ্চ হবে কিনা। Honda motorcycle and Scooter India (HMSI) এর এমডি এবং সিইও আত্সুশি ওগাটা বলেছেন, ২০২৪ সালের মার্চ এর মধ্যে তারা ভারতে লঞ্চ করতে চলেছে হোণ্ডা অ্যাক্টিভার ইলেকট্রিক ভার্সন। এই ইলেকট্রিক স্কুটার এর সর্বোচ্চ গতি হবে 50kmph। সিঙ্গেল চার্জে এটি ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।