মুখের পোড়া ভাব দূর করতে ব্যবহার করুন এই ঘরোয়া ফেসপ্যাক

 

বাংলা হান্ট ডেস্ক : শীতের আমেজ সরে গিয়ে সবে শুরু হয়েছে বসন্ত।এই পরেই শুরু হবে গ্রীষ্মের দাবদাহ। মুখের পোড়াভাব দূর করতে অআশ্যই ব্যবহার করতে পারেন এই ঘরোয়া ফেসপ্যাক।

এই ঘরোয়া প্যাক যেকোনও ধরনের ত্বকের পক্ষেই উপকারী। ত্বকের পোড়া ভাব কাটিয়ে উজ্জ্বল রং ফিরিয়ে আনার পাশপাশি মোলায়েম ও চকচকে ভাবও ধরে রাখতে সাহায্য করে এই প্যাক।

IMG 20200302 205549

কী কী লাগবে

বেসন-১ চা চামচ
লেবুর রস-১ চা চামচ
হলুদ গুঁড়ো-১ চা চামচ
গোলাপ জল

কীভাবে লাগাবেন-

বেসন, লেবুর রস ও হলুদ গুঁড়ো গোলাপ জলে গুলে পেস্ট বানিয়ে নিন।

পুরো মুখে ভাল করে লাগান। শুকোনো পর্যন্ত অপেক্ষা করবেন। আগেই তুলে ফেলবেন না।

শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখে ধুয়ে পরিষ্কার নরম তোয়ালে দিয়ে মুছে নিন।

Udayan Biswas

সম্পর্কিত খবর